করতোয়া.কম সবসময়ই চাকরির সমস্ত আপডেট সার্কুলার প্রকাশ করে থাকে। বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় মেধাবী অনেক তরুণই বেকার। নির্দিষ্ট সময়ে তাদের কাছে চাকরির সব ধরণের সার্কুলারগুলো পৌছে দিতে করতোয়া সবসময়ই চেষ্টা করে। আজ নেপচুন ফার্মার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে।
প্রতিদিনই বিভিন্ন পত্র-পত্রিকায় সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বিভিন্ন ধরণের কোম্পানী এবং এনজিও’র সার্কুলার প্রকাশিত হয়। করতোয়া সেসব উপযুক্ত স্থান হতে তথ্যগুলো সংগ্রহ করে আপনার কাছে পৌছে দেয়।
প্রতিটি মানুষের জীবনের জন্য অবশ্যই একটি চাকরি প্রয়োজন। সবাই চেষ্টা করে। কিন্তু সময় মতো চাকরির সার্কুলারগুলো না দেখার কারণে অনেকেই আবেদন করতে পারে না।
আবেদন করতে গেলেও অনেকেই ভুল করে বসে থাকে। কিভাবে কোথায় কোন তথ্য দিতে হবে সেটা অনেকেই জানে না। আমরা করতোয়া.কম এ সমস্ত তথ্য খুব সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এতে করে চাকরি প্রার্থীদের জন্য সহজ হয়।
করতোয়া.কম এ প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তাহলে কোথাও বুঝতে অসুবিধা হবে না এবং সঠিকভাবে আপনি উপযুক্ত সময়ে আবেদন করতে পারবেন।
নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ১৯৬৫ সাল থেকে বিভিন্ন ধরণের ইউনানী এবং প্রাকৃতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।
নেচচুন হচ্ছে মূলত দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি তাদের শুন্যপদসমুহে লোকবল নিয়োগের নিমিত্তে অতি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ফলশ্রুতিতে কোম্পানীর সকল কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে।
বেসরকারি এই কোম্পানীগুলো সবসময় উদ্যমী, সাহসী ও পরিশ্রমী মন মানসিকতার লোকবল খুঁজে থাকে। তাই আপনি যদি নিজেকে আপনার যোগ্যতা অনুযায়ী অনন্য উচ্চতায় দেখতে চান তবে দ্রুত আবেদন করুন।
বিজ্ঞপ্তির সারাংশ:
বিজ্ঞপ্তি যেদিন প্রকাশ হয়েছে: ০৪ এপ্রিল, ২০২২
কোম্পানীর নাম: নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড
পদের ধরণ: ডিরেক্টর অব মার্কেটিং
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট/মাস্টার্স
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরণ: ফার্মা জবস
কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট: www.neptuen.com.bd
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
আবেদনের শেষ তারিখ: ০৫-০৭ এপ্রিল, ২০২২
কোম্পানীর ঠিকানা: নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড, ২/৫ ব্লক ডি, লালমাটিয়া, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
নিচে চাকরির বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: Azidi (03.04.22)
ইন্টারভিউয়ের তারিখ: ০৫ থেকে ০৭ এপ্রিল, ২০২২
অতিরিক্ত তথ্য: ইউনানী সিস্টেম অব মেডিসিন আসলে একটি সম্পূর্ণ চিকিৎসাবিজ্ঞান। খুব প্রাচীন একটি পদ্ধতি হওয়া স্বত্তেও বর্তমানে চিকিৎসার আধুনিক পদ্ধতি মেনে চলে।
ইউনানী মেডিকেল সাইন্স এর জনক হলেন হিপোক্রেটাস, ইবনে সিনা, জলিনাস। ইউনানী ওষুধের মাধ্যমে বিভিন্ন ধরণের রোগের চিকিৎসা করা হয়।
এই পদ্ধতিতে গ্রীক, ফারসি এবং আরবী ও ভারতীয় চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। হাকিম মোঃ আরকান আলী ১৯৬৫ সাল থেকে চিকিৎসার জন্য ইউনানী ওষুধ প্রয়োগ করা শুরু করেন।
এরপর ১৯৯৬ সালে নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড নামক কোম্পানী প্রবর্তন করেন। বর্তমানে কোম্পানীটি অনেক ভালো পর্যায়ে রয়েছে এবং দ্রুত সম্প্রসারণ হচ্ছে।