নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সম্প্রতি ২৮৮ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ১৬ই মে, ২০২২ তারিখ পর্যন্ত।
একনজরে সাধারন তথ্যসমুহ:
১. প্রতিষ্ঠানের নাম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
২. পদের নাম: বিভিন্ন পদ (নন-নার্স)
৩. পদ সংখ্যা: ২৮৮টি
৪. আবেদন ফি: ১১২ টাকা ও ৫৬ টাকা
৫. আবেদন শুরু: ২১ এপ্রিল, ২০২২
৬. আবেদনের শেষ তারিখ: ১৬ মে, ২০২২
আবেদন করতে এখানে ক্লিক করুন |
পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি তথ্য অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেখুন। এখানে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তুলে ধরা হলো:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dgnm.teletalk.com.bd নামক এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১ এপ্রিল ২০২২ সকাল ১০.০০ ঘটিকা।
ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৬ মে ২০২২ দুপুর- ১২.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য 300 x প্রস্থ 80 pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য 300 x প্রস্থ 300 pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ 60 KB হতে হবে।
গ. online- আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: online-এ আবেদন পত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Application Preview দেখা যাবে।
নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicants Copy পাবেন। উক্ত Applicants Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। Applicants Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে ১ থেকে ১৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
কিভাবে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে তা বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। অনুগ্রহ করে বিজ্ঞপ্তিগুলো মনোযোগ সহকারে দেখুন।
চ. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে।
ছ. যেকোন রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
জ. কর্তৃপক্ষ যেকোন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র এবং সংখ্যা হ্রাস/বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।
ঝ. online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিচে বিজ্ঞপ্তিগুলো ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে রাখতে পারেন।
উৎস: নার্সিং ও মিডওয়াইফারি দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট
আরও পড়ুন: আরবান প্রাইমারী হেলথ কেয়ার এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।
করতোয়া সবসময় আপডেট সব তথ্য প্রকাশ করার চেষ্টা করে। সব ধরণের চাকরির বিজ্ঞপ্তি তাৎক্ষনিক পেতে করতোয়ার সাথেই থাকুন। করতোয়ার নোটিফিকেশন বেল অন করে রাখুন। বিজ্ঞপ্তিটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো।