নরসিংদীতে দুঃসম্পর্কের এক চাচার বাড়িতে বেড়াতে এসে সুরভী নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৮ বছর।
পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা রবিবার সকালে সাড়ে ১০ টায় ঘটে।
নিহতের স্বজনেরা জানান, মৃত সুরভী আক্তার গতকাল শনিবার দুপুরে নরসিংদী শহরের ব্যাংক কলোনীতে তার দুঃসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে এসেছিলেন। উল্লেখ্য যে, সুরভী হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।
ভোরবেলা সুরভীর চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানান।
পরে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঞা জানান, বাড়ির মালিক তরুণীর দুঃসম্পর্কে চাচা বাহাদুর পলাতক রয়েছে। এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পরে জানা যাবে।
আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিন এর হত্যা রহস্য এখনও জানা যায়নি: ডিবি