নতুন শিক্ষাক্রম-এ ধর্ম বিষয়টিকে সংকুচিত করা হয়নি বলে মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপুমনি। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরাসরি বই থেকে প্রমাণ দেখানো হয়েছে। এরপরেও এই বিষয়টি নিয়ে এতো মাতামাতির কোনো মানে হয় না।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পর্বতারোহী সংগঠন “অভিযাত্রী” আয়োজিত এক অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী দীপুমনি ঐ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষার ব্যাপারে এমন মন্তব্য করেন। তিনি মূলত মন্তব্য করেছিলেন যে, বর্তমান শিক্ষাক্রমে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে যা ঠিক হয়নি।
রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামি শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে ধর্ম বিষয়টিকে সংকূচিত করা হয়েছে।
আর এই জন্য নীতি-নৈতিকতাবিহীন দূর্নীতিগ্রস্ত ভবিষ্যত প্রজন্ম গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে।
আপডেট হবে…