পৃথিবীতে বেশিরভাগ মানুষই ধনী হতে চায়। কারণ, ধনী হলে বিভিন্ন দিক থেকে জীবনকে উপভোগ করা যায়। যদিও সেটা উপভোগ করতে হলে সুস্থ্য থাকা জরুরী।
আজ আমরা এই নিবন্ধে ধনী হওয়ার কিছু উপায় নিয়ে আলোচনা করবো। আশা করি, কারও কারও জীবনে হয়তো এই তথ্যগুলো কাজে লাগবে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
ধনী হওয়ার উপায়সমূহ:
১. মিতব্যয়ী হওয়া: ধনী হওয়ার জন্য অবশ্যই মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী অর্থ হলো প্রয়োজনের বাইরে খরচ না করা। যারা পৃথিবীতে ধনী তাদের জীবনের দিকে যদি আপনি তাকান তবে দেখবেন যে, তাদের বেশিরভাগ মানুষই মিতব্যয়ী।
২. অলসতা ত্যাগ করা: আপনি যদি ধনী হতে চান তবে জীবনে কখনো অলসতা করা যাবে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। কেবল কাজের উপর থাকতে হবে।
কোনো কাজ অন্য সময়ের জন্য ফেলে রাখা যাবে না। যখনকার কাজ তখনই শেষ করতে হবে।
৩. সঞ্চয় করা: যা আয় করবেন তার কিয়দংশ অবশ্যই সঞ্চয় করতে হবে। জীবন নির্বাহের জন্য যা দরকার তা অবশ্যই খরচ করবেন। কিন্তু অল্প হলেও সঞ্চয় করবেন। আর সঞ্চয় করে শুধু রাখলে হবে না, তা অবশ্যই ভালো জায়গায় বিনিয়োগ করে রাখুন। এতে করে আপনার সঞ্চয়ের টাকা সময়ের সাথে সাথে দ্বিগুণ হয়ে যাবে।
৪. ব্যবসা করুন: বিভিন্ন গবেষনায় দেখা গেছে যে, আপনি যদি চাকরি করার চেয়ে ব্যবসার দিকে মনোযোগ দেন তবে আপনার ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কারণ, চাকরি করে আপনি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা আয় করতে পারবেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে তা নয়। ব্যবসায় আপনার কেমন আয় হতে পারে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে ঝুঁকির ব্যাপারও মাথায় রাখতে হবে।
৫. একটু কৃপণ হোন: বেশিরভাগ ধনী ব্যক্তিরাই একটু কৃপণ টাইপের হয়। যারা কৃপণ টাইপের হয় তারা আবার তাদের অর্জিত ধনসম্পদ উপভোগ করে যেতে পারে না।
তাই শুধু ধনী হওয়ার ইচ্ছে থাকলে একটু কৃপন প্রকৃতির হোন। তবে আপনার অর্জিত সম্পত্তি কারা উপভোগ করবে তা বলা মুশকিল।
৬. একটি নির্দিষ্ট পেশায় যুক্ত থাকুন: বার বার পেশা বদল করলে জীবনে তেমন উন্নতি করা যায় না। তাই যেকোন একটি পেশায় নিজেকে স্থির রাখুন।
তাহলে আপনি সেই পেশার সমস্ত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং তা জীবনে প্রয়োজনে প্রয়োগ করতে পারবেন।
৭. শহরমুখী হোন: যারা গ্রামের ধনী তারা শহরের ধনী ব্যক্তির কাছে কিছুই না। গ্রামে যাদের ১০ বা ১৫ বিঘা জমি আছে আমরা তাদেরকেই ধনী বলি। কিন্তু শহরের মানুষের জমি নেই তবে ব্যবসা আছে।
আর একটা ব্যবসার কাছে ১০/১৫ বিঘা জমি কিছুই না। তাই আপনি ধনী হতে চাইলে শহরমুখী হওয়ার চেষ্টা করুন এবং ব্যবসার প্রতি মনোযোগী হোন।
৮. বিনিয়োগে সাবধান: কখনোই সর্বস্ব বিনিয়োগ করে কিছু করবেন না। আপনার যদি ক্ষতি হয় তবুও আপনি যাতে কোনরকম টিকে থাকতে পারেন সেরকম ভাববেন।
কারণ, কোনরকম টিকে থাকলে আপনি জীবনে আবার ঘুরে দাড়াতে পারবেন, আবার ব্যবসা আস্তে আস্তে বাড়াতে পারবেন কিন্তু সব নিঃশেষ করে ফেললে তবে আর কিছুই করার থাকে না।
৯. লজ্জা কমান: আমরা অনেকেই আছি যারা মানুষের সামনে কিছু কিছু কাজ করতে লজ্জাবোধ করি। কাজে কখনো লজ্জাবোধ করা যাবে না। কাজ তো কাজই।
মনে রাখবেন, কাজ করা ছাড়া কখনো ধনী হওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না।
১০. বিখ্যাতদের অনুসরণ করুন: যারা পৃথিবীতে কোন এক সময় ধনী ছিলেন তাদের লিখা বই-পুস্তক অনুসরণ করুন। নিয়মিত বইগুলো পড়ুন। তারা যেভাবে কর্ম করে গেছেন সেভাবে কর্ম করার চেষ্টা করুন।
১১. পছন্দসই কাজ করুন: আপনি যা ভালো পারেন তাই করার চেষ্টা করুন। এতে আপনার প্রতিভার বিকাশ ঘটবে। যা মন চায় না তা করতে যাবেন না।
পরিশেষে বলবো, ধনী হওয়া আসলে সাধারন বিষয় নয়। আর এটা স্বল্প সময়ের ব্যাপারও নয়। ধনী হতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে অগ্রসর হতে হবে এবং কাজ করতে হবে।
ধনবান হওয়ার জন্য যদি প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইট শুধু ঘুরাঘুরি করেন আর পড়েন তাহলেও জীবনে আপনি কিছু করতে পারবেন না।
আজ থেকেই আপনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দিন। আগামী কাল বলতে কিছু নেই। যা করবেন আজকে থেকেই করবেন।
তাহলে আপনার মধ্যে প্রতিভার জন্ম নেবে। মানুষের ইচ্ছা শক্তির বাইরে আসলে কিছুই নেই। ইচ্ছা আর প্রচেষ্টা জীবনে খুবই প্রয়োজন।
আপনার চাইলে এই পোস্ট আরও আপডেট করবো। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন।
আরও পড়ুন: সন্তানহীন মা-বাবাদের নিয়ে কিছু কথা – পড়লে কাঁদবেন।