দেশের অর্থনৈতিক অবস্থা তথা বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকেই অবগত আছেন। মনে হচ্ছে, পৃথিবীটা যেন আর আগের মতো নেই। সব কিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে।
বর্তমানে যে বিষয়টি নিয়ে হইচই চলছে তা হলো দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। মানুষ আর যেন পারছে না। যে হারে সব কিছুর দাম বাড়ছে সেই হারে কারো বেতন বাড়ছে না।
কিছুদিন আগেও যে সবজি ৩০ টাকা কেজি ছিল তা কয়েকদিনের ব্যবধানে ৫০ টাকা হয়ে যাচ্ছে। এমন কোন দ্রব্য নেই যার দাম বাড়েনি।
আসলে ব্যাপারটি অনেকটা অন্যরকম। যার যার স্থান থেকে এ কাজটি অটোম্যাটিক যেন হয়ে যাচ্ছে। চাউল আড়তদার যখন রড কিনতে যাচ্ছেন তখন দেখলেন দাম বেড়ে গেছে। তখন হয়তো তিনি তার চালের দামও কিছুটা বাড়িয়ে দিলেন।
দামগুলো তো অটো বাড়ে না। এটা কেউ না কেউ বাড়ায়। যারা বাড়ায় তাদের যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে বাজার ব্যবস্থা বা দ্রব্যমূল্যের আজ এ অবস্থা হতো না।
সাধারন মানুষ আজ মাছ, মাংসের ধারে কাছেও যেতে পারে না। বিশেষ করে, যারা শহরে থাকে তাদের কষ্টটা আরও বেশি। কারন, শহরে জীবন-যাত্রার ব্যয় গ্রামের তুলনায় অনেক বেশি। সব কিছুই কিনে খেতে হয়।
আর দ্রব্যমূল্যের এ অবস্থার জন্য সরকারকে পুরোপুরি দায়ী করাটা বোকামি। এখানে সরকার একা কিছুই করতে পারবে না যদি ব্যবসায়ীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং দায়িত্বশীল না হন।
সরকার যে কাজটি সহজেই করতে পারে তা হলো জবাবদিহিতার মতো পরিবেশ তৈরী করা। যারা দাম বাড়ায় তারা যেন জবাবদিহিতার সামনা-সামনি হয়।
যখন দেশে চাউলের দাম বাড়ে তখন ধরে নিলাম দেশের মধ্যে চাউলের সংকট দেখা দিয়েছে। তাই বলে তো অন্য সব জিনিসের সংকট পড়েনি। তাহলে ওসব জিনিসের দাম বাড়বে কেন?
এটা হচ্ছে এক প্রকার লোভ। মানুষ তার লোভ সামলাতে পারে না। কোন কিছুর সংকট পড়লে দাম বাড়ুক এটা মেনে নেয়ার মতো। কিন্তু দেশে এক সাথে তো আর সব জিনিসের সংকট পড়ে না।
মূলত দেশের এ ধরণের পরিস্থিতি খুব সহজেই সামলে নেয়া সম্ভব যদি ব্যবসায়ীরা একটু সজাগ এবং দায়িত্বশীল হতেন। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী-ই দেশের সাধারন মানুষের কথা চিন্তা করে ব্যবসায় নামেনি।
তারা কেবল তাদের স্বার্থের জন্য, লাভের জন্য ব্যবসায় নেমেছে। এসব বলে কোন লাভ নেই। দেশটা অনেক বড়। অনেক মানুষ রয়েছে এখানে। সবার মত ভিন্ন ভিন্ন।
এখানে এসব ব্যাপারে আমার মতে আজগরের কথার কোনো ভ্যালু নেই। যাই হোক, আমরা সাধারন মানুষ সবসময়ই আশা করি, আমরা যেন সুখে শান্তিতে থেকে দুবেলা দুমুঠো ভাত খেতে পারি। সবসময়ই চাই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক।
লিখেছেন: মো. আজগর আলী
আরও পড়ুন: বিএনপি এর সাথে পুলিশের সংঘর্ষের কারণ কি? কি হতে যাচ্ছে দেশে?