সবার পরিচিত মুখ দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (১৪.০৮.২০২৩) রাত ৮.৪০ মিনিটে তিনি মারা যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান সংবাদ মাধ্যমকে সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। সাঈদীর ছেলে সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁর বাবা সকালের দিকে বেশ ভালোই ছিলেন। কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হলে দ্রুতগতিতে তাঁকে বিএসএমএমইউ’তে নেয়া হয়। কিন্তু সেখানেই হঠাৎ করে তিনি মারা যান।
উল্লেখ্য যে, দেলাওয়ার হোসাইন সাঈদী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ছিলেন। তিনি জামায়াতের রাজনীতির পাশাপাশি ওয়াজ করা বা ধর্মীয় বক্ত হিসেবে সুপরিচিত ছিলেন।
জানা যায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে রবিবার বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার সামান্য অবনতি হলে ঐ রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর বিএসএমএমইউ’তে নেওয়া হয়।
২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের ভিত্তিতে ঢাকায় তাঁর শাহীন বাগের বাসা থেকে গ্রেফতার করা হয়। সেই সময় থেকেই তিনি কারাগারে রয়েছেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতারের পরে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। বিচারকার্য চলমান প্রক্রিয়ায় ছিলো।
দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন যে, দেলাওয়ার হোসাইন সাঈদীর একজন ছেলে বিদেশে থাকেন। তিনি দেশে ফেরার পর তাঁর জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: গুলিস্তান শান্তি সমাবেশ থেকে ফেরার সময় সংঘর্ষে একজনের মৃত্যু