দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট নামক বাজারে একটি দূর্ঘটনা ঘটেছে। অজ্ঞাত-নামা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু হোসেন নামের এক ব্যক্তি মারা যায়।
নিহত আবু হোসেন পঞ্চগড় সদর উপজেলার খানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে এবং তারা লাশ হস্তান্তরের ব্যবস্থা করছে।
উল্লেখ্য যে, দেবীগঞ্জ-বোদা মহাসড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিটি যানবাহনই প্রায় সর্বেোচ্চ গতি সীমায় চলে। ইতিপূর্বেও বেশ কিছু দূর্ঘটনা ঘটেছে এবং আহত হওয়ার পাশাপাশি অনেকে মারাও গেছে।
তাই বাজার সংলগ্ন রাস্তার মধ্যে স্পীড ব্রেকার দেয়া উচিত। তাহলে হয়তো দূর্ঘটনার পরিমাণ একটু কমে আসবে। আর রাস্তা পারাপারে সর্বসাধারনের আরও সজাগ হওয়া জরুরী কারন যেহেতু এটা একটা মহাসড়ক।
উল্লেখ্য যে, “দেবীগঞ্জ ব্রেকিং নিউজ” নামক ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হলো যেখানে দূর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন: পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত