পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোঃ নাছির হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। ১২ ই অক্টোবর, ২০২২ (বুধবার) বিকেল আনুমানিক ৪.০০ টার সময় দেবীগঞ্জ পৌরসভাধীন নর্থ-স্টার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নাছির হোসেন দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চরশোনাপাতা গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে। জানা যায়, সে দেবীগঞ্জে একটি মোটর সাইকেল মেকানিক এর দোকানে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানা যায়, মোটরসাইকেল মেরামত করে টেস্ট ড্রাইভিং করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছার আধা ঘন্টা আগেই নাছির মারা যায়।
রাত ৮.০০ টার মধ্যে নাছিরের মরদেহ রংপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে। দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার সর্বোপরি সব ব্যাপারে সহযোগিতা করেছেন। তিনি নিজে নাছিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছেন। তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। ট্রাকটির ব্যাপারে আপাতত আপডেট দেয়া যাচ্ছে না।
আরও পড়ুন: নীলফামারী জেলার ডোমারে অন্যের স্ত্রীর সাথে র্যাবের এসআই আটক।