দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদিসহ পদের পার্শ্বে উল্লিখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: কোর্ট পরিদর্শক
গ্রেড: ১০
বেতনক্রম: ১৬০০০-৩৮৬০৪ টাকা
পদের সংখ্যা: ১৩টি
নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা এলএলবি ডিগ্রী।
যেসকল জেলার লোক আবেদন করতে পারবেন না: সকল জেলার লোক আবেদন করতে পারবেন।
২. পদের নাম: গাড়িচালক
গ্রেড: ১৬
বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা
পদের সংখ্যা: ২৬টি
নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেটসহ হালকা এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
যেসকল জেলার লোক আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুড়া, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুণা ও পটুয়াখালী।
৩. পদের নাম: কনস্টেবল
গ্রেড: ১৭
বেতনক্রম: ৯০০০-২১৮০০ টাকা
পদের সংখ্যা: ১২৫টি
নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
যেসকল জেলার লোক আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা।
দুদক-এ নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী:
১. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট www.acc.org.bd তে পাওয়া যাবে।
২. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৩. আবেদনকারীর বয়স ০১ জুন ২০২২ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কণ্যা এবং শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর এবং ০১ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৪. অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই নির্দিষ্ট ঘর পূরণ করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি গ্রহণ করতে হবে এবং অনাপত্তির মূলকপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে অবশ্যই প্রদর্শন করতে হবে।
৫. নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরিবর্তিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।
৬. ক্রমিক নং ০১ এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষা ফি হিসেবে ৩০০ টাকা, ক্রমিক নং ০২ এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা এবং ক্রমিক নং ০৩ এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ৫০ টাকা আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী অনুসরণ করে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে।
৭. কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৮. প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৯. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না।
নিয়োগ সংক্রান্ত আরও কিছু তথ্যাবলী রয়েছে যা বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। আর তাই এখানে নতুন করে উল্লেখ করা হলো না। অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন।
বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: দুদক এর অফিসিয়াল ওয়েবসাইট
এক নজরে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: দুর্নীতি দমন কমিশন (দুদক)
পদের নাম: বিভিন্ন পদ
পদের সংখ্যা: ১৬৪টি
আরও পড়ুন: বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন)-তে নিয়োগ।
আবেদন ফি: ৩০০ টাকা, ১০০ টাকা এবং ৫০ টাকা
আবেদন শুরু: ১ জুন, ২০২২ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২২ খ্রি.
আবেদন করতে এখানে ক্লিক করুন |