ঢাকা জেলার ধামরাইয়ে একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ হয়েছেন। তার মধ্যে ৫ মাসের একটি শিশুও রয়েছে। আজ শনিবার ভোরে এমন ঘটনা ঘটে। যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সংবাদ মাধ্যম কর্মীদের কাছে পুরো বিষয়টির বিস্তারিত বিবরণ প্রদান করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউউল ইসলাম।
অগ্নিদগ্ধ পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জোসনা আক্তার (২৫), মনজুরুল ইসলাম (৩২), সাদিয়া আক্তার (১৮), হোসনে আরা (২০) এবং মরিয়ম (১৮ মাস)। তাদের প্রতিবেশি মো. সুফিয়ান বলেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রান্নাঘরে আগুন ধরাতে গেলে হঠাৎ সেখানে আগুন ধরে যায়।
অন্যদিকে, ধামরাই থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ধামরাইয়ের ইসলামপুরের বাসায় কীভাবে একই পরিবারের পাঁচজন দগ্ধ হলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক এস এম আয়ুব হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ধামরাই থেকে আসা মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রীর শরীরের ৪০ শতাংশ পুরে গেছে। আর সাদিয়া আক্তারের পুড়েছে ৭৫ শতাংশ। ছোট বাচ্চা মরিয়মের পুড়েছে ১৫ শতাংশ। সর্বশেষ হোসনে আরা’র পুড়েছে ২৫ শতাংশ।
আপাতত কারও জীবনের ঝুুঁকি নেই। তবে সুস্থ হতে বেশ সময় লাগবে। পরিবারটির অসহায়ত্বের দিকটি বিবেচনা করে সরকারি কোনো সহযোগিতা আসতে পারে।
আরও পড়ুন: অর্থনৈতিক সংকটে সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ করছে পরিবার