ট্রেনের টিকেট অনেকের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ, ট্রেনে ভ্রমণ বাসের চেয়ে নিরাপদ। আর তাই অধিকাংশ মানুষ দূর-দূরান্তে ট্রেনেই যেতে পছন্দ করে।
পূর্বে নিয়ম ছিল যারা ট্রেনে ভ্রমণ করবে তাদের প্রত্যেকের পরিচয় থাকতে হবে এবং দেখাতে হবে। রেল কর্তৃপক্ষ সেই নিয়ম আবার ফিরিয়ে এনেছে। এখন থেকে প্রত্যেক যাত্রীর পরিচয় পত্র (ন্যাশনাল আইডি কার্ড) প্রয়োজন হবে রেলে ভ্রমণের জন্য।
এখন থেকে কেউ যদি একের অধিক টিকেট কিনতে যান তবে তাকে একের অধিক ব্যক্তির পরিচয় পত্র দেখাতে হবে। সহজ কথায়, এক পরিবারের একজন যদি চারজনের টিকেট কিনতে যায় তবে পরিবারের বাকি চার জনেরও পরিচয় পত্র ঐ ব্যক্তিকে দেখাতে হবে। বিষয়টি একটি কড়াকড়ির মধ্যে পড়ে। কিন্তু নিরাপত্তার স্বার্থে এটা বড়ই প্রয়োজন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নতুন এ নিয়মের কথা জানান। গতকাল বুধবার ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানেই মন্ত্রী এই বিষয়টি জানান।
মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ চারজনের জন্য টিকেট কিনতে পারবেন। সেক্ষেত্রে ঐ চারজনেরও পরিচয় পত্র দেখাতে হবে। পরিচয় পত্র হিসাবে ন্যাশনাল আইডি কার্ডের কথা বলা হচ্ছে। সেটা না থাকলে জন্ম নিবন্ধন দেখাতে হবে। সেটাও না থাকলে স্কুল কলেজের কোনো কাগজ দেখাতে হবে।
একজন টিকেট দিয়ে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না। মন্ত্রী বলেন, “টিকেট যার – ভ্রমণ তার” এই স্লোগানে আমরা এবার টিকেট বিক্রি শুরু করেছি। আর এই স্লোগান বাস্তবায়নের জন্য টিকেট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীদের আইডি কার্ড দেখাতে হবে।
মাননীয় মন্ত্রী মহোদয় আরও বলেন, “একজনের পরিচয়পত্র দিয়ে টিকেট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তার টিকেট বাতিল বলে গণ্য হবে। জরিমানা গুণতে হবে।”
কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এনআইডি কার্ড ছাড়া টিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।” বিষয়টি অনেকের জন্যই হয়তো দুঃখজনক হিসেবে বিবেচিত হবে।
এখন অনলাইনে টিকেট কিনতে হলে এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হয়। এবং কেউ নিবন্ধন করলে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারেন। অনলাইনে কীভাবে বাকি তিনজনের পরিচয়পত্র দেখা হবে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা বলেন, “অনলাইনে টিকেট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকেট সংগ্রহ করতে হয়। তখন পরিচয়পত্র দেখা হবে।”
আমরা জানি, অনলাইনে কেউ টিকেট ক্রয় করলে তার পরিচয় পত্র (এনআইডি) দিয়েই প্রথমে নিবন্ধন করতে হয়। কেউ নিবন্ধন করে সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারেন।
তো অনলাইনে বাকি তিনজনের পরিচয়পত্র কিভাবে দেখা হবে এই বিষয়ে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা বলেন, “অনলাইনে টিকেট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকেট সংগ্রহ করতে হয়। তখন পরিচয়পত্র দেখা হবে।”
আরও পড়ুন: হুমায়ুন আজাদ হত্যায় চার জঙ্গির ফাঁসির রায়।
২ বছর আগেও রেল যারা ভ্রমণ করেন তাদের জন্য নতুন একটি নিয়মের কথা বলা হয়েছিল। সেটা হলো ভ্রমণের সময় যাত্রীদের সাথে এনআইডি থাকতে হবে।
কিন্তু এতেও অনেক যাত্রী তখন ভোগান্তিতে পড়েন। অনেকেই বিড়ম্বনার স্বীকার হন। পরে ওই নিয়ম বাতিল করা হয় এবং তুলে নেওয়া হয়।
ট্রেনের টিকেট কেনার ক্ষেত্রে নতুন এই নিয়মকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কিন্তু কয়েকদিন গেলে পরে বোঝা যাবে আসলে যাত্রীরা এক্ষেত্রে কতটুকু সন্তুষ্ট!