টিএমএসএস (TMSS) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচীতে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: সিনিয়র সুপারভাইজার (SS)
পদের সংখ্যা: ৬০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/সমমান। ঋণ কর্মসূচীতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। অথবা,
ন্যূনতম স্নাতক বা সমমান। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋন কর্মসূচীতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৩৫ বছর এবং ১৮ থেকে ৪০ বছর
বেতন-ভাতা: সর্বসাকুল্যে ২৭,২৩২ টাকা (ক্রেডিট অ্যালাউন্সসহ), তবে শিক্ষানবিশকালে ২১,১৬০ টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশ কাল ৬ মাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতনসহ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
২. পদের নাম: ফিল্ড সুপারভাইজার (FS)
পদের সংখ্যা: ২৫০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান। ঋণ কর্মসূচীতে মাঠ পর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। অথবা,
এইচএসসি বা সমমান। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচীতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩৫ বছর এবং ১৮ থেকে ৪০ বছর
বেতন-ভাতা: সর্বসাকুল্যে ২৩,৯৭৬ টাকা (ক্রেডিট অ্যালাউন্স), তবে শিক্ষানবিশকালে ১৮,৬৩০ টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশ কাল ৬ মাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতনসহ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
[বিশেষ দ্রষ্টব্য: সকল পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ৩ বা ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে।]
টিএমএসএস এনজিওতে নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী:
১. আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এন্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং বর্ণিত ঠিকানায় আবেদন ১৬/০৬/২০২২ খ্রি. তারিখের মধ্যে পৌছাতে হবে।
বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্নে বর্ণিত এলাকার মধ্যে থেকে যে এলাকায় কাজ করতে ইচ্ছুক সেই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। এলাকার নাম অনুগ্রহ করে নিচে দেয়া বিজ্ঞপ্তিতে দেখুন।
২. নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ২০০ টাকার মানি রশিদ/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৩. টিএমএসএস এর নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) মাধ্যমে কোনোভাবেই আর্থিক লেনদেন করা যাবে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীর কাছে কোন প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
৪. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
টিএমএসএস এনজিওতে চাকরি করলে কেমন বেতন-ভাতা ও উৎসব বোনাস পাবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জানতে হলে বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন। অতপর যোগ্যতা অনুসারে দ্রুত আবেদন করুন। যেহেতু ৩১০০ লোক নিয়োগ করা হবে সুতরাং এটি বেকারদের জন্য সুবর্ণ সুযোগ।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
আবেদনের শেষ তারিখ: ১৬ জুন, ২০২২ খ্রি.
করতোয়া সবসময়ই আপডেট সব চাকরির সার্কুলার প্রকাশ করার চেষ্টা করে। তাই সবার আগে সব ধরণের চাকরির খবর পেতে করতোয়ার নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমরা কোনো তথ্য প্রকাশ করা মাত্রই তা আপনার কাছে চলে যাবে।
আরও পড়ুন: দুদক (দুর্নীতি দমন কমিশন) এ ১৬৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।