জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের মধ্যে একটি অনন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে ১৯৮৪ সালে।
বর্তমানে বাংলাদেশের মার্কেট প্লেসে কোম্পানীটি প্রায় ৪০০ প্রকার ঔষধ বাজারজাত করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য কিছু দেশেও এই প্রতিষ্ঠান তাদের তৈরী ঔষধ রপ্তানী করছে।
আপনারা জেনে খুশি হবেন যে, কোম্পানীটি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
দায়িত্বসমূহ: কোম্পানীতে উৎপাদিত পণ্যের (ঔষধের) প্রমোট করতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। কেমিস্ট শপ থেকে অর্ডার নিতে হবে এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
সুযোগ-সুবিধাসমুহ:
১. আকর্ষণীয় বেতন ভাতা;
২. বিভিন্ন ধরণের বোনাস, ইনসেনটিভস এবং অন্যান্য সুবিধাদি;
৩. প্রতিদিনের কাজের জন্য টিএ/ডিএ;
৪. মোটর সাইকেল এবং স্মার্ট ফোন প্রদান;
৫. দীর্ঘদিন চাকরির সুবাদে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি;
৬. বছরে ২টি ফেস্টিভেল বোনাস;
৭. প্রতি বছর লভ্যাংস প্রদান;
৮. লীভ ইনক্যাশমেন্ট সুবিধা এবং
৯. গ্রুপ লাইফ ইন্সুরেন্স।
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১. সরকারি বা বেসরকারি যেকোন প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে অর্থাৎ স্নাতক পাস হতে হবে। মাস্টার্স করা থাকলে আরও ভালো। আর এসএসসি পর্যন্ত যাদের বিজ্ঞান বিভাগ আছে তারা অগ্রাধিকার পাবে।
২. ইংরেজীতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
৩. বয়স যেন ৩২ বছরের বেশি না হয়।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান:
১. ঢাকা – ২৩, ২৪ ও ২৫ আগষ্ট, ২০২২ খ্রি.
২. বগুড়া – ২৪ আগষ্ট, ২০২২ খ্রি.
৩. রংপুর ও খুলনা – ২৩ আগষ্ট, ২০২২ খ্রি.
৪. রাজশাহী – ২৫ আগষ্ট, ২০২২ খ্রি.
যখন উপস্থিত হতে হবে: সকাল ৮.৩০ থেকে ১০ টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য:
১. ঢাকার ক্ষেত্রে: হেড অফিস, সারা আফতাব টাওয়ার, ২৯, রিং রোড (হোল্ডিং #৬/১/এ), শ্যামলী, আদাবর, ঢাকা-১২০৭।
২. রংপুরের ক্ষেত্রে: রোড নম্বর #১, প্লট নম্বর #৪৬৭/৫১০, সেন্ট্রাল বাস টার্মিনাল রোড, কেরানি পাড়া চৌরাস্তা মোড়, রংপুর।
৩. খুলনার ক্ষেত্রে: আনসারি কমপ্লেক্স, ১৬০, শেরে বাংলা রোড, (পাওয়ার হাউস মোর), শেখ পাড়া, খুলনা।
৪. বগুড়ার ক্ষেত্রে: আলম হাউস, শেরপুর রোড (ওয়েস্ট সাইড অব রেড চিলিস), সুত্রাপুর, বগুড়া।
৫. রাজশাহীর ক্ষেত্রে: পর্যটন মোটেল, আব্দুল মজিদ রোড, রাজশাহী।
যেখানে জয়েন করবেন: বাংলাদেশের যেকোন স্থান (কোম্পানী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত)।
আবেদন করতে যা যা লাগবে: জীবন-বৃত্তান্ত, সাম্প্রতিক সময়ে তোলা ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র অরিজিনাল এবং ফটোকপিসহ।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন করার শেষ তারিখ: ২৫ আগষ্ট, ২০২২ খ্রি.
আরও পড়ুন: শক্তি ফাউন্ডেশন নামক এনজিওতে ৩৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।