জেড এন ল্যাবরেটরীজ (ইউনানী) লিমিটেড এর উৎপাদিত আন্তর্জাতিক মানের ন্যাচারাল ঔষধ সিষ্টেমেটিক পলিসির মাধ্যমে দেশব্যাপী বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিম্ন লিখিত পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে।
১. পদের নাম: এরিয়া ম্যানেজার (A.M)
পদ সংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতা: কোন প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানীতে সেলস এ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মাসিক আকর্ষণীয় ইনসেনটিভ ও বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা।
২. পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (M.P.O)
পদ সংখ্যা: ৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/স্নাতক/ফার্মাসিষ্ট
বয়স সীমা: ২২ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতা: প্রার্থীকে সৎ ও পরিশ্রমী হতে হবে এবং প্রতিদিন কর্ম এলাকায় ডাক্তার এবং কেমিষ্ট সপ ভিজিট করতে হবে। প্রারম্ভিক বেতন সর্বসাকুল্যে ১৮,৫০০ টাকা এবং ফার্মাসিষ্টদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. পদের নাম: ডিলার/ডিষ্ট্রিবিউটর
যোগ্যতা: ঔষধ ব্যবসায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত স্থানে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।
ইন্টারভিউ এর স্থান ও তারিখ:
ক) হোটেল নর্থ ভিউ, সেন্ট্রাল রোড, পায়রা চত্ত্বর, রংপুর। তারিখ- ৭ই অক্টোবর, ২০২২ ইং, রোজ শুক্রবার।
খ) চিটাগাং হোটেল, কলোনী, বগুড়া। তারিখ- ৯ই অক্টোবর, ২০২২ ইং, রোজ রবিবার।
গ) জেড এন ল্যাবরেটরীজ (ইউনানী), উত্তরা, ঢাকা। তারিখ- ১৪ ও ১৫ই অক্টোবর, ২০২২ ইং, রোজ শুক্রবার ও শনিবার।
কোম্পানীর ঠিকানা: জেড এন ল্যাবরেটরীজ (ইউনানী), বাসা-১৯, রোড- ১৪, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা। মোবাইল নম্বর- ০১৬৪১-৩৮০৫১৬। ই-মেইল: [email protected], Website: www.znlaboratories.com
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
আবেদন করার শেষ তারিখ: ১৫ই অক্টোবর, ২০২২ খ্রি.
আরও পড়ুন: প্রাণ গ্রুপ-এ ড্রাইভার পদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।