জামাল ও কামাল শেখ দুই ভাই। তাদের পৈতৃক সম্পত্তির (জমি) ভাগাভাগি নিয়ে আজ দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পরিবারের মোট ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়িতে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জামাল ও কামাল শেখের পিতা ৪ বছর হলো মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি প্রায় ১০ বিঘা জমি রেখে গেছেন।
সেই জমির বেশিরভাগ অংশই দাবি করে আসছিলেন বড় ছেলে জামাল শেখ। কিন্তু ছোট ছেলে কামাল শেখ এটা মানতে নারাজ। জামাল শেখের রয়েছে দুই ছেলে ও তিন মেয়ে। ওদিকে, কামাল শেখের রয়েছে তিন ছেলে ১ মেয়ে।
আজ সকালে দুই পরিবার জমি নিয়ে কথা বলছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। তারপর মারামারি শুরু হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের ইটের আঘাতে মাথা ফেটে যায়।
আর ৫ জন নানাভাবে আঘাত পেয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয়। আশেপাশের সবাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, দুই পরিবারের আহত যারা হয়েছে তাদের সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
এ খবর প্রকাশ করা পর্যন্ত জানা যায়, থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, পুলিশের ভাষ্যমতে, যদি কেউ অভিযোগ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা যায়, জামাল ও কামাল শেখের বাবা স্থানীয় ইউপি মেম্বার ছিলেন। সেই সুত্রে তার জমি-জমা বেশ ছিল। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি কোনো ছেলেকে সম্পত্তি বন্টন করে দিয়ে যাননি।
আর তাই মৃত্যুর পর জমি ভাগাভাগি নিয়ে বিরোধ শুরু হয়। জামাল শেখ বড় ছেলে হিসেবে জমির অধিকাংশ অংশই নিতে চায়। কিন্তু কামাল শেখ তা কোনোভাবেই মানতে রাজি নয়।
জামাল শেখের ভাষ্যমতে, সে বাড়ির বড় ছেলে। পরিবারের জন্য সে অনেক কিছুই করেছে। কিন্তু সেই তুলনায় কামাল শেখ কিছুই করতে পারেনি।
কিন্তু কামাল শেখ বলেছেন, বাবার রেখে যাওয়া জমি খুব নিখুৎভাবে ভাগাভাগি করা হবে। কেউ যাতে না ঠকে। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া হবে।
জামাল শেখের শশুরবাড়ির লোকজন স্থানীয় আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত। সেদিক থেকে জামাল শেখ কিছুটা ক্ষমতার অপব্যবহার করতে পারে বলে ছোটভাই কামাল শেখ বলেছেন।
কিন্তু জামাল শেখ এসব কথা অকপটে অস্বীকার করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, বিষয়টি তিনি শুনেছেন। আহত’রা সুস্থ্য হয়ে বাড়ি ফিরলে তাদের সাথে বসে মীমাংসা করার চেষ্টা করবেন।
কামাল শেখ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। আর তাই কামাল শেখ এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সময় এর সাথে বয়সের গুরুত্ব – সময় গেলে সাধন হবে না।
কিন্তু জামাল শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের খবর শুনেছেন। আমার ছোট ভাই আমার পরিবারের উপর আক্রমণ করেছে। আমি মামলা করার চেষ্টা করছি।