স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদের নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট আবেদন আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: ক্লার্ক কাম টাইপিস্ট
পদ সংখ্যা: ৭৪
বেতন স্কেল/গ্রেড: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড ১৬)
বয়সসীমা: ১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ) Word Processing, Data Entry & Typing এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দ হতে হবে।
২. পদের নাম: মেকানিক
পদ সংখ্যা: ১৫৮
বেতন স্কেল/গ্রেড: ৯০০০-২১৮০০/- (গ্রেড ১৭)
বয়সসীমা: ১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ) সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৩. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩৬
বেতন স্কেল/গ্রেড: ৮২৫০-২০০১০/- (গ্রেড ২০)
বয়সসীমা: ১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৬১
বয়সসীমা: ১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১. প্রার্থীর বয়সসীমা ১১/০৩/২০২২ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dphe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং- ক-জ) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
খ. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicants Copy.
গ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদসহ)।
ঘ. কোটার দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
ঙ. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।
চ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও অন্যান্য সনদ।
ছ. সদ্য তোলা ১ কপি রঙিন ছবি (৫সেমি x ৫ সেমি সাইজের)।
জ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
আবেদনপত্র পূরণের নিয়ম বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। কিভাবে টাকা জমা দিতে হবে সেটিও খুব স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। তাই সেসব তথ্য নতুন করে এখানে আর উল্লেখ করা হলো না।
নিম্নে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি প্রয়োজনে জুম করে পড়তে পারেন কিংবা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২২ খ্রি.