গণিত সম্পর্কে আমরা অনেকেই ভয় পাই। অনেকেই মনে করি, গণিত খুব কঠিন। কিন্তু কিছু টেকনিক জানা থাকলে গণিতের কঠিন কঠিন সমস্যার সমাধান খুব সহজেই করা যায়।
আজ আমরা শতকরা হিসাব সম্পর্কিত ম্যাজিকগুলো জানবো। আশা করি, খুব ভালো লাগবে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
শতকরা হিসাব নিকাশের ম্যাজিক:
যেকোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে!
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
উদাহরণসমূহ দেখুন:
১. শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধান =
সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
= (৬X১২০০X৪)/১০০ টাকা
= ২৮৮ টাকা
২. শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে?
সমাধান =
সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের হার)
= (১০০X২৮৮)/(১২০০X৬) বছর
= ২৮৮০০/৭২০০ বছর
= ৪ বছর
৩. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে?
সমাধান =
সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
= (১০০X২৮৮)/(১২০০X৪) টাকা
= ২৮৮০০/৪৮০০ টাকা
= ৬ টাকা
৪. শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে?
সমাধান =
আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
= (১০০X২৮৮)/(৪X৬) টাকা
= ২৮৮০০/২৪ টাকা
= ১২০০ টাকা
৫. মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন নিচের মত শতকরা অংকগুলোর:
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০)
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
পরিশেষে বলা যায়, অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময় বসে মাথা চুলকাইতে হয় না। বড় বড় সমাধান অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হয়।
গণিতের আরও মজার মজার বিষয় জানতে চাইলে করতোয়ার সাথেই থাকুন। নোটিফিকেশন অন করে রাখুন। কোন কিছু জানার থাকলে মন্তব্য করুন। আমরা সবসময় সবার আগে আপনাদের মন্তব্যগুলোর উত্তর দিতে চাই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে।
আরও পড়ুন: ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার সংশোধিত সময়সূচী।