আমরা অনেকেই শুনে থাকি যে, বিয়ের পরে প্রেম নাকি জানালা দিয়ে পালায়। আসলে কারও কারও জীবনের ক্ষেত্রে এমন চিত্র বাস্তবেই দেখা যায়। ক্যাটরিনা ও ভিকির সংসারের অবস্থাও হয়তো তাই।
বলিউড আর ঢালিউডে যারা আছে তাদের কথা তো আরও আলাদা। তাদের প্রেম ভালোবাসা শুরু হতেও সময় লাগে না আবার ভেঙে যেতেও সময় লাগে না।
সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ক্ষেত্রেও হয়তো এমনটা হতে যাচ্ছে। তাদের বিয়ের সবেমাত্র ১ বছর হয়েছে। আর এখনই তাদের সংসারে লেগেছে ভাঙনের সুর।
জানা যায়, বিয়ের পর থেকেই একে অন্যের গায়ে লেগে থাকতেন এই তারকা দম্পতি। দেশ-বিদেশে ভিকির বাহুলগ্না হয়ে ঘুরে বেড়াতে দেখা যেত ক্যাটকে।
তবে সম্প্রতি দুজনকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। ফলে তাদের সংসার ভেঙ্গে যাওয়ার সন্দেহ মাথায় নিয়ে ঘুরছেন অনেকে।
আরও জানা গেছে, প্রয়াত পামেলা চোপড়ার স্মরণসভায় এক সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা-ভিকি। কিন্তু ফেরার সময় ভিকিকে নাকি একা ফিরতে দেখা গেছে।
তখন ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। আর বাস্তবচিত্রে দুজনের চোখে-মুখেই ছিল ভাঙনের ছাপ। তাদের জীবনে মনে হচ্ছিল অনেক অশান্তির ছোয়া লেগেছে।
তাছাড়া, পাপারাজ্জিদের লেন্স বলেছে যে, প্রার্থনা সভাতেও তারা দুজন আলাদা আলাদা হেঁটেছেন। ক্যাটরিনা নাকি ভিকিকে ছেড়ে বার বার একা যাচ্ছিলেন।
সঙ্গে সঙ্গে নেটিজেনরা অনুমান করে নিয়েছেন, দম্পতির মধ্যে কিছু তো গোল বেঁধেছে। ফেরার পথে একা ভিকির মুখে নাকি রাগের ছাপ স্পষ্ট।
ঈদ পার্টিতেও ভিকিকে দেখা যায়নি। সেখানে একা ছিলেন ক্যাটরিনা। ফলে সব মিলিয়ে নেটিজেনরা ধারণা করছেন, অশান্তি চলছে এই তারকা দম্পতির ঘরে।
তবে অনেকে অবশ্য এই ধারণাকে ভিত্তিহীন বলে মনে করছেন। তাদের ভাবনা, সবসময় গায়ে গায়ে লেগে থাকতে হবে কেন? সংসারে মান-অভিমান চলতেই পারে।
তাছাড়া তারকাদের অনেক দায়িত্ব সামলাতে হয়। সেসব নিয়েও বাড়তি চাপ থাকতে পারে। সেকারণেই হয়তো আলাদা ছিলেন ভিকি-ক্যাট। তবে এ নিয়ে ভিকি-ক্যাট কোন মন্তব্য করেননি।
উল্লেখ্য যে, বলিউডের রাস্তায় ক্যাটরিনা হাঁটছেন ১৮ বছর। আর তাঁর প্রেমিকের সবে ৬। একসঙ্গে কোনো ছবিতে কাজও করেননি। তবে তাঁদের প্রেমটা হলো কীভাবে?
মজার ব্যাপার হলো, ক্যাটরিনাই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রথম জানিয়েছেন যে তিনি ভিকি কৌশলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এরপর করণ জোহর ভিকিকে সেটি জানাতেই ভিকি সোফায় উল্টে পড়ে আরকি। আর জানিয়েছে ক্যাটরিনা তাঁর ‘ক্রাশ’।
এরপর বাকিটা করণ জোহর নিজ দায়িত্বে নিজের কাঁধে নিয়েছেন। এমনিতেই প্রযোজনা আর পরিচালনার পাশাপাশি ঘটক হিসেবে তাঁর বিশেষ নাম আছে। এবার ঘটকালির মুকুটে যোগ হলো একটা বড় পালক।
তবে শেষ কথা হচ্ছে যে, ভিকি-ক্যাটরিনার বিবাহিত জীবন সুখের হোক এই কামনা সবাই করে। তাদের সংসার ভেঙে না যাক, অটুট থাকুক সারাজীবন প্রতি মূহুর্তের ভালোবাসা।
আরও পড়ুন: পরিমনি কি শেষ পর্যন্ত বিচ্ছেদের খাতায় নাম লেখাচ্ছে