ঈদ-উল-আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ৮৬,৩১৫ দরিদ্র পরিবারের জন্য ৮৬৩ মেট্রিক টন ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল বরাদ্দ করা হলেও এই জেলার উলিপুর উপজেলার অধিকাংশ বন্যা দুর্গতরা এখনও তাদের বন্যার রেশন পায়নি।
লালমনিরহাটের সংবাদদাতা জানান, খাদ্য গুদামের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে বরাদ্দকৃত চাল যথাসময়ে বিতরণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের।
উলিপুরের বিপুল সংখ্যক বন্যা কবলিত মানুষ এখনও জানে না কবে তারা ভিজিএফের চাল পাবে।
উপজেলার হাতিয়া ইউনিয়নের বন্যা কবলিত রোকেয়া বেওয়া (৫৬) জানান, ঈদের দিন তিনি ভিজিএফ চালের অপেক্ষায় ছিলেন। কিন্তু তা না পাওয়ায় খাবার রান্না করতে অন্যের কাছ থেকে আধা কেজি চাল ধার নিতে হয়েছে।
বেগমগঞ্জ ইউনিয়নের আরেক বন্যার্ত মোকসেদ আলী (৬২) জানান, ঈদের আগে ভিজিএফের চাল না পাওয়ায় তাকে দারিদ্র্যের মধ্যে ঈদের দিন কাটাতে হয়েছে। তিনি তার দুঃখ কোথাও প্রকাশ করতে পারেননি।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়েখুল ইসলাম অভিযোগ করে বলেন, ঈদের আগের দিন শনিবার বিকেলে আমরা ভিজিএফের চাল পেয়েছিলাম। ফলে কয়েকজন ভিজিএফ কার্ডধারী চাল পেতে পারলেও অধিকাংশের মধ্যে চাল বিতরণ করতে পারিনি।
তিনি আরও যোগ করেন “আমি মঙ্গলবার এবং বুধবার সমস্ত ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করব”।
ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়ার মতে, বুধবার (১৩ জুলাই, ২০২২) মধ্যে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হবে।
উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজ উদ্দৌলা জানান, ঈদের পাঁচ দিন আগে ভিজিএফ চাল বরাদ্দ করা হয়।
খাদ্য গুদামে কিছু সমস্যার কারণে সময়মতো কিছু ইউনিয়নে চাল বিতরণ করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, বুধবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের জানানো হয়েছে।
অভিযুক্ত উলিপুর খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বক্কর জানান, খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ঈদ মানুষের জীবনের জন্য বিশেষ একটি দিন, আনন্দের দিন। ভিজিএফ এর চাল দরিদ্র শ্রেণীর মানুষগুলোর কাছে সময় মতো পৌছানো উচিত ছিল।
সর্বসাধারণের একটাই দাবি, যতো দ্রুত সম্ভব কুড়িগ্রাম-এ ভিজিএফ এর চাল যাতে ঘরে ঘরে পৌছে দেয়া হয়। আর সময় মতো ভিজিএফ এর চাল না দেয়ার পেছনে কারও হাত থাকলে তার যেন উপযুক্ত বিচার হয়।
আরও পড়ুন: শর্মিলী আহমেদ (অভিনেত্রী) বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত।