অনেক সময় আমাদের মোবাইলে বিরক্তিকর কল আসে সেটা বন্ধ করতে আমরা বেছে নেই Call Block Service। সেজন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয়।
এমনকি অনেকে বিভিন্ন প্রকার Call block সফ্টওয়্যারও ব্যবহার করি। কিন্তু আমরা বেশিরভাগই এই ২পদ্ধতির কোনোটাই ব্যবহার করিনা বা করতে চাইনা। তাই এসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দিবো। আসুন দেখে নেই টিপসটি। আশা করি, অনেকেরই কাজে লাগবে।
জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল গ্রাহকদের জন্য:
প্রথমে আপনার মোবাইল এর Call Divert Option এ যান (VoiceCall)। এরপর সেখান থেকে Divert When Busy/If busy তে চাপুন এবং তারপর Activate/Active চাপুন।
তারপর To Other Number অপশনে গিয়ে নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন।
ক. GP এর জন্য 1266
খ. Robi এর জন্য 8121
গ. Banglalink এর জন্য 770 এবং
ঘ. Airtel এর জন্য 789
এবার ফলাফল কি হবে জেনে নিন:
এখন থেকে যে কলারই আপনাকে কল করুক না কেন আপনি শুধু Call টা কেটে দিন। এখন যে আপনাকে Call করছে তার ১২টা বাজতে শুরু করছে। অর্থাত্ তার মোবাইলে Call টা রিসিভ হয়ে গেছে। ভয় নেই আপনার টাকা কাটবেনা, শুধু তার টাকা কাটবে।
দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো:
আপনার মোবাইলে “Screening Option” থাকলে সেখানে গিয়ে List এ বিরক্তিকর কলার নাম্বার এড করে দিন। ব্যাস, আপনার কাজ হয়ে গেলো।
পরিশেষে বলতে চাই, গুগল প্লে স্টোরে কল ব্লক করার জন্য অনেক সফ্টওয়ার পাওয়া যায়। সেগুলোর বেশিরভাগই ফ্রি। কিন্তু সেগুলো সবসময় ঠিকভাবে কাজ করে না। তাই উপরের পদ্ধতিগুলোই বিরক্তিকর কলারকে ব্লক করার জন্য সেরা উপায়।
আরও পড়ুন: সিম ক্লোন কিভাবে করা হয় এবং এর ভয়াবহতা সম্পর্কে জেনে নিন