রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে এক যুবক কয়েকদিন থেকে প্রতিবাদ করে আসছেন। তিনি কমলাপুর রেল স্টেশনে থেকেই তার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন।
তিনি হলেন মহিউদ্দীন রনি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মহিউদ্দীন রনির আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছেন ব্যারিস্টার সুমন। তিনি গতকাল কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন এবং মহিউদ্দীন রনির সাথে কথাও বলেছেন।
ব্যারিস্টার সুমন বলেছেন, তিনি এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সরকার যাতে রেল সেবার এসব দূর্নীতি রোধে দ্রুত ব্যবস্থা নেয়।
ব্যারিস্টার সুমন ছাড়াও বর্তমানে মহিউদ্দীন রনির সাথে যোগদান করেছেন অনেকেই। তাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১ জুলাই) রনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। আল্টিমেটামের পরে কমলাপুর রেল স্টেশনে আবার তারা অবস্থান নেন। তারা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাঁই নেই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, তুমি কে আমাকে বাঙালি-বাঙালি’ এভাবেই স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করছেন তারা।
মহিউদ্দিন রনির ৬ দফা দাবীতে যা আছে:
১. টিকিট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।
২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।
৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়াতে হবে।
৬. ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বর্তমানেও মহিউদ্দীন রনিসহ আরও অনেকেই কমলাপুর রেল স্টেশনেই অবস্থান করছেন। সরকার যে পর্যন্ত এ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা না করবে, ইস্যুগুলোর সমাধান না করবে ততক্ষণ তারা কমলাপুর রেল স্টেশন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।