প্রখ্যাত টেলিভিশন শিল্পী নওশীন নাহরীন মৌ এবং আদনান ফারুক হিল্লোল গতকাল এক সুন্দরী কন্যা মাহভীশা আদনান সৈয়দার মা-বাবা হয়েছেন।
আদনাল ফারুক হিল্লোল বিভিন্ন সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
নওশীন ফেসবুকে কন্যা সন্তানের জন্মের ঘোষণা দেন। তিনি লিখেছেন, “সর্বশক্তিমানের কৃপায়, আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ পেয়েছি।
আমাদের কন্যা সন্তানের জন্ম ১৩ জুলাই ২০২২ খ্রি. নিউইয়র্ক সময় দুপুর ১২.৩১ মিনিটে উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে। আমরা দুজনেই খুব খুশি আছি, আপনারা আমাদের জন্য দেয়া করবেন।”
এই তারকা দম্পতি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: ঈদুল আযহার ছুটি শেষে ঢাকায় ফিরছে সব শ্রেণীর মানুষ।