ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঔষধ প্রশাসন অধিদপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন -২ শাখার স্মারক নং- ৪৫.১৭৩.০০২.০১.০০.০০.০০৮.২০১৫-৭৪ তারিখ: ০৯.০২.২০২২ খ্রি. মোতাবেক আউট সোর্সিং এর মাধ্যমে সরাসরি সেবা প্রদানকারী নিয়োগের অনুমতিক্রমে ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি) এর অধীন স্ট্রেংদেনিং অব ড্রাগ এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (এসডিএএম) শীর্ষক অনুমোদিত অপারেশনাল প্লানের আওতায় সরাসরি নিয়োগযোগ্য ৩৫টি পদে সর্বসাকুল্যে বেতনে আউট সোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক নিম্নোক্ত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০২টি
২. পদের নাম: ল্যাবরেটরী সহকারী
পদ সংখ্যা: ০৫টি
৩. পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ১৬টি
৪. পদের নাম: অটোক্ল্যাভ অপারেটর
পদ সংখ্যা: ০১টি
৫. পদের নাম: ল্যাবরেটরী সহায়ক
পদ সংখ্যা: ০৫টি
৬. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪টি
৭. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ০২টি
সেবার ক্যাটাগরী, সর্বসাকুল্যে মাসিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেখুন। এই তথ্যগুলো বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। বুঝতে কোনো অসুবিধা হবে না।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণীয়:
১. ২৪ এপ্রিল, ২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতাসহ অন্য যে কোন বিষয়ে প্রার্থী কোনো ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপণ করলে উক্ত প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে।
৪. নিয়োগ বিধি অনুযায়ী সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে।
৬. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭. নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন কারণে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৮. এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেয়া হবে না।
৯. এ নিয়োগ সর্বসাকুল্যে বেতনে চুক্তিভিত্তিক (শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য)। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র-ই অব্যাহতি পত্র হিসেবে গণ্য হবে।
১০. কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে কারণ দর্শানো ছাড়া নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
প্রার্থীর যোগ্যতা যাচাই এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেখুন। এই তথ্যগুলো বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে দেয়া আছে। বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি প্রয়োজনে জুম করে পড়ুন অথবা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
উৎস: ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরু: ২৪ এপ্রিল, ২০২২ খ্রি.
আবেদন শেষ: ১৫ মে, ২০২২ খ্রি.
করতোয়া সবসময় সবার আগে সব ধরণের চাকরির খবর আপনাদের কাছে পৌছে দেয়ার চেষ্টা করে। তাই করতোয়ার নোটিফিকেশন সার্ভিস অন করে রাখুন।
তাহলে আমরা কোনো পোস্ট পাবলিশ করা মাত্রই তা আপনার কাছে চলে যাবে। আপনি করতোয়ার ইমেইল সাবস্ক্রিপশন এ সাবস্ক্রাইব করে রাখতে চান। তাহলে পোস্ট করা মাত্রই তা আপনার ইমেইলে চলে যাবে এবং আপনি আমদের ওয়েবসাইটে প্রবেশ না করেই কেবল ইমেইল থেকেই পুরো পোস্ট পড়তে পারবেন।
সময় ও তথ্যের সাথে নিজেকে আপডেট রাখতে করতোয়ার সাথেই থাকুন। বিজ্ঞপ্তিটি অন্য সবার সাথে শেয়ার করুন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই চাকরিটি হচ্ছে অস্থায়ী অর্থাৎ প্রকল্প শেষ হয়ে গেলে চাকরিও শেষ। তাই ভেবে-চিন্তে আবেদন করুন।
আবেদন করতে এখানে ক্লিক করুন |