বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত সহিষ্ণুতা ডোমেইন এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহবান করা হচ্ছে:
১. পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদ সংখ্যা: ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ৪০/৪৫ টি শাখা সমন্বয়ের ৪ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন ভাতা: ৬ মাস শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ৫৫ হাজার টাকা থেকৈ ৬০ হাজার টাকা। প্রকৃত মোটর সাইকেল ভাতা, প্রকৃত যোগাযোগ ভাতা, প্রতি কর্ম দিবসে ৬০/৭০ হারে টাকা টিফিন ভাতা।
২. পদের নাম: রিজিওনাল ম্যানেজার
পদ সংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ২০টি শাখা সমন্বয়ের ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন-ভাতা: ৬ মাস শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা। প্রকৃত মোটর সাইকেল ভাতা, প্রকৃত যোগাযোগ ভাতা, প্রতি কর্ম দিবসে ৬০ থেকে ৭০ টাকা হারে টিফিন ভাতা।
৩. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৫টি শাখা সমন্বয়ের ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন-ভাতা: ৬ মাস শিক্ষানবীশকালে ৩৫ হাজার টাকার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। প্রকৃত মোটর সাইকেল ভাতা, যোগাযোগ ভাতা ১০০০, প্রতি কর্ম দিবসে ৬০ থেকে ৭০ টাকা হারে টিফিন ভাতা।
৪. পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার
পদ সংখ্যা: ৯০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাশ। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন-ভাতা: ঢাকা বিভাগের জন্য সর্বসাকুল্যে ১৮ হাজার ৩ শত টাকা এবং অন্যান্য বিভাগের জন্য ১৬ হাজার ৩ শত টাকা।
সকল পদের জন্য উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে সকল সুবিধাসহ আবাসন সুবিধা থাকবে। ৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ণের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে।
চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।
ওয়েভ ফাউন্ডেশন-এ আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি ছবি এবং ওয়েভ ফাউন্ডেশন শিরোনামে ২০০ টাকার ডিডিসহ আগামী ২৫ জুন, ২০২২ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য। উল্লেখ্য যে, কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: প্রথম আলো
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন, ২০২২ খ্রি.
আরও পড়ুন: সামাজিক সেবা সংগঠন নামক এনজিওতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।