বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। কিন্তু খুব যত্নে কোনো বিদেশী যদি আমাদের বাংলা ভাষা বলে তাহলে সেটা মর্যাদার দিক থেকে অনেক বেশি পাওয়া আমাদের। ঠিক ক্রিকেট বিশ্বে এমনই এক কারবার ঘটেছে। ক্রিকেটার ওয়ার্নার বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বলেছেন, কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি।
বাঁহাতি এই পেসার যখনই যে দেশে খেলতে গেছেন তখনই ভাষা চর্চার একটা সংস্কৃতি সেখানে গড়ে তুলেন। মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে প্রথম আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন।
সেখানেও মোস্তাফিজ তার সামর্থে্যর সবটুকু পেতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর কোচ টম মুডি উদ্যোগী হয়ে নিজেরাই বাংলা ভাষা শেখা শুরু করেছিলেন। প্রধান লক্ষ্য ছিল যাতে মোস্তাফিজুর এর সাথে সহজে ভাব আদান প্রদান করা যায়।
অন্যদিকে, সানরাইজার্স হায়দারাবাদের আইপিএল শিরোপা জেতার পেছনে মোস্তাফিজের সঙ্গে ওয়ার্নারের চরম বন্ধুত্বটা খুব ভূমিকা রেখেছিল বলে অনেকেই মনে করেন। সাসেক্সেও একই অবস্থা হয়েছিল।
আসলে মোস্তাফিজকে নিয়ে এক প্রকার আগ্রহ তৈরী হয়েছিল যেখান থেকেই বাংলা ভাষার প্রতি তাদের এই সম্মান প্রদর্শন। আর এই সম্মান প্রদর্শনের অলংকার হিসেবে সাসেক্স বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল।
আবার, গতবার যখন মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন তখনও সেখানকার ফ্র্যাঞ্চাইজিটি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষায় পোস্ট করতো।
A message from @davidwarner31 for fans on both sides 😉
Looking forward to a great game, @KKRiders 💙💜#YehHaiNayiDilli | #IPL2022 | #KKRvDC pic.twitter.com/XydPdtVez4
— Delhi Capitals (@DelhiCapitals) April 10, 2022
ভারতের মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান ঘুরে বর্তমানে মোস্তাফিজ রয়েছেন দিল্লিতে। প্রিয় বন্ধু ডেভিড ওয়ার্নারের সঙ্গে আবারও সংযুক্ত হয়েছেন তিনি। আর ডেভিড ওয়ার্নার বর্তমানে হায়দারাবাদ ছেড়ে নাম লিখিয়েছেন ফ্রাঞ্চাইজিটিতে।
মোস্তাফিজ এবং ডেভিড ওয়ার্নারের কারণে দিল্লিতে আবারও বাংলা ভাষার জয় জয়কার। বলা চলে এটি ভাষার এক প্রকার প্রসার। কারণ, ভিন্ন দেশী একজন ক্রিকেট কিংবদন্তি বাংলা ভাষায় তার মনের ভাব প্রকাশ করছিলেন।
গতকাল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে খেলতে নেমেছিলেন মোস্তাফিজ ওয়ার্নার এর দল। সেই ম্যাচটি হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছিল, ডেভিড ওয়ার্নার বাংলা ভাষায় মোস্তাফিজের সঙ্গে কথা বলছিলেন। হাসি-মশকরা করছিলেন।
ভিডিওটিতে দেখা গেছে যে, ওয়ার্নার বলছেন, ”হেই বাডি (বন্ধু)! হাউ আর ইউ? কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি! গুড টু সি ইউ (তোমাকে দেখে খুশি হলাম)।”
দিল্লিতে গতকাল মোস্তাফিজ এর দলের বিপক্ষে যারা ছিলেন তারাও মূলত বাংলা ভাষায়ই কথা বলেন। কারণ, তারা কলকাতার মানুষ। আর তাই ওয়ার্নারকে নিয়ে দিল্লির করা পোস্টটি হয়েছে খুবই মানানসই। ওয়ার্নারের পক্ষ থেকে দুই দলের সমর্থকদের জন্য এটি ছিল একটি ভালোবাসার বার্তা। ওদিকে অসাধারণ একটা ম্যাচের অপেক্ষায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ভিডিওতে যেমনটা হাসি-খুশি মোস্তাফিজ ওয়ার্নারদের দেখা গেছে ঠিক তেমন ম্যাচ শেষেও তাদের মুখে হাসি ছিল। প্রথমেই ব্যাট করে ২০ ওভারে দিল্লি অর্জন করে ৫ উইকেটে ২১৫ রান। আর বাকি কাজটা করেছেন দিল্লির বোলাররা। রান তাড়ায় ১৭১ রানে থেমেছে কলকাতার ইনিংস।
বাংলা ভাষা বিশ্বব্যাপী বহু মানুষ ব্যবহার করে। বিভিন্ন সময়ে নানা জনপ্রিয় ব্যক্তিগণ তাদের কিছু মত বিনিময় করেন বাংলা ভাষায়। ক্রিকেট প্রেমী বিদেশী নাগরিকগণ তা বারবারই প্রমাণ করে।