এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
উক্ত সংস্থায় টাঙ্গাইল, ঢাকা, মানিকগঞ্জ ও কক্সবাজার জেলায় এসকেএস এনআরবিসি পার্টনারশিপ প্রোগ্রামের অধীনে ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন-বৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী ১৩ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা – ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
১. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে। এনজিও বা যেকোন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ২-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও, রিপোর্টিং এ দক্ষ হতে হবে। কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। ঠিক মতো অফিস সময়ে অফিসে আসতে হবে।
বেতন ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ৩৪,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।
বয়স: অনুর্ধ্ব ৪৫ বছর
২. পদের নাম: ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ৬৫ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ন্যূনতম ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ১৮ ,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর
অতিরিক্ত তথ্য: উপরোক্ত সুবিধাদি ছাড়াও সপ্তাহে ২ দিন ছুটি, পি.এফ, গ্রাচুয়্যিটি, চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, ২ ও ৩ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় ১৫,০০০ টাকা ও ৮,৩০০ টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করতে হবে www.sks-bd.org ওয়েবসাইটে।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: প্রথম আলো
আবেদন শুরু: ৫ই অক্টোবর, ২০২২ খ্রি.
আবেদন শেষ: ১৩ই অক্টোবর, ২০২২ খ্রি.
আরও পড়ুন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিএ)-তে ৬৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।