২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ১৯/০৬/২০২২ খ্রি. তারিখ হতে পরীক্ষা শুরু হবে। তবে কোনো কারণে বোর্ড ইচ্ছে করলে এ তারিখ পরিবর্তন বা সংশোধন করতে পারবে।
তবে ছাত্রছাত্রীরা এই তারিখ অনুযায়ী প্রস্তুতি নাও। কারণ, পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। অনিবার্য কোনো কারণ ছাড়া পরীক্ষার তারিখ সংশোধন হয় না।
বিষয় ও বিষয়ের কোডগুলো নিম্নে উল্লেখ করা হলো:
[one_half]বিষয়[/one_half][one_half_last]বিষয়ের কোড[/one_half_last]
[one_half]বাংলা আবশ্যিক ১ম পত্র[/one_half][one_half_last]১০১[/one_half_last]
[one_half]সহজ বাংলা ১ম পত্র[/one_half][one_half_last]১০৩[/one_half_last]
[one_half]বাংলা আবশ্যিক ২য় পত্র[/one_half][one_half_last]১০২[/one_half_last]
[one_half]সহজ বাংলা ২য় পত্র[/one_half][one_half_last]১০৪[/one_half_last]
[one_half]ইংরেজী আবশ্যিক ১ম পত্র[/one_half][one_half_last]১০৭[/one_half_last]
[one_half]ইংরেজী আবশ্যিক ২য় পত্র[/one_half][one_half_last]১০৮[/one_half_last]
[one_half]গণিত আবশ্যিক[/one_half][one_half_last]১০৯[/one_half_last]
[one_half]গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয়[/one_half][one_half_last]১৫১[/one_half_last]
[one_half]কৃষি শিক্ষা তত্ত্বীয়[/one_half][one_half_last]১৩৪[/one_half_last]
[one_half]সঙ্গীত তত্ত্বীয়[/one_half][one_half_last]১৪৯[/one_half_last]
[one_half]আরবি[/one_half][one_half_last]১২১[/one_half_last]
[one_half]সংস্কৃত[/one_half][one_half_last]১২৩[/one_half_last]
[one_half]পালি[/one_half][one_half_last]১২৪[/one_half_last]
[one_half]শারিরীক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয়[/one_half][one_half_last]১৩৩[/one_half_last]
[one_half]চারু ও কারু কলা তত্ত্বীয়[/one_half][one_half_last]১৪৮[/one_half_last]
[one_half]পদার্থ বিজ্ঞান তত্ত্বীয়[/one_half][one_half_last]১৩৬[/one_half_last]
[one_half]বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা[/one_half][one_half_last]১৫৩[/one_half_last]
[one_half]ফিন্যান্স ও ব্যাংকিং[/one_half][one_half_last]১৫২[/one_half_last]
[one_half]রসায়ন তত্ত্বীয়[/one_half][one_half_last]১৩৭[/one_half_last]
[one_half]পৌরনীতি ও নাগরিকতা[/one_half][one_half_last]১৪০[/one_half_last]
[one_half]ব্যবসায় উদ্যোগ[/one_half][one_half_last]১৪৩[/one_half_last]
[one_half]ভূগোল ও পরিবেশ[/one_half][one_half_last]১১০[/one_half_last]
[one_half]উচ্চতর গণিত তত্ত্বীয়[/one_half][one_half_last]১২৬[/one_half_last]
[one_half]হিসাব বিজ্ঞান[/one_half][one_half_last]১৪৬[/one_half_last]
[one_half]জীব বিজ্ঞান তত্ত্বীয়[/one_half][one_half_last]১৩৮[/one_half_last]
[one_half]অর্থনীতি[/one_half][one_half_last]১৪১[/one_half_last]
পরীক্ষার হলে বিশেষ নির্দেশাবলী (এসএসসি):
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু ও শেষ করতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পাওয়া যাবে ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় পাওয়া যাবে ১ ঘন্টা ৪০ মিনিট।
৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে গ্রহণ করবে।
৫. সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারিরীক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ণের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ণের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্ররণ করবে।
৬. পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক, বহুনির্বাচনী এবং রচনামূলক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমুহের উপর পরীক্ষা দিতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (যে পরীক্ষাই হোক না কেন) নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০. পরীক্ষার সময় পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে পারবে না কিংবা ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল, বহুনির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অনুগ্রহ করে রুটিনে দেখুন। আলাদাভাবে পরীক্ষার বিষয় ও পরীক্ষার তারিখ এবং দিন রুটিনে খুব সুন্দরভাবে দেয়া আছে। অনুগ্রহ করে সেসব তথ্যও রুটিনে দেখুন।
নিচে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন ইমেজ আকারে দেয়া হলো। আপনি প্রয়োজনে জুম করে পড়ুন কিংবা রুটিনটি ডাউনলোড করে নিন। রুটিনের উপরে আলতো চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই ডাউনলোড অপশন আসবে।
উৎস: শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট
আরও পড়ুন: অনার্স ১ম বর্ষ-২০১৯ গ্রেড উন্নয়ন পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি।