এফএইচপি (সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস এন্ড প্রোসপারিটি) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এম.আর.এ) সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য, দ্রুত সম্প্রসারণশীল, স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্যানেল তৈরীর নিমিত্তে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ঢাকা জেলাসহ বাংলাদেশের যে কোন জেলা/উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য ও কর্মঠ প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: জৈষ্ঠ্য কর্মসূচী সংগঠক (এস.পি.ও), পদের সংখ্যা- ৭৫টি, বয়স- সর্বোচ্চ ৩৪ বছর;
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান, বেতন- ১৮২০০ টাকা এবং সাথে অন্যান্য সুবিধাদি।
২. পদের নাম: কর্মসূচী সংগঠক (পি.ও), পদের সংখ্যা- ১১৫, বয়স- ২০ থেকে ৩২ বছর;
শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি বা সমমান, বেতন- ১৭০০০ টাকা এবং সাথে অন্যান্য সুবিধাদি।
এফএইচপি-তে নিয়োগ সংক্রান্ত আরও কিছু তথ্য:
নিয়োগ প্রাপ্তদের এক মাস সাত দিন প্রশিক্ষণকালে শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ৫০০০/- টাকা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকুরীতে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
এফএইচপি এর বিধি মোতাবেক বেতন-ভাতাদি, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। নিয়োগ প্রাপ্ত কর্মীকে বাই সাইকেল বা মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি:
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুই জন ব্যক্তির নাম ও পরিচয়) সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র (NID), সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও প্রশংসা পত্রের অনুলিপিসমূহ পাঠাতে হবে।
আগামী ২৪ জুলাই, ২০২২ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রোসপারিটি (এফএইচপি), প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াজো অফিস, ব্লক-এ, রোড নং- ৩, বাড়ি নং- ৯, বনশ্রী, রামপুরা, ঢাকা অথবা যে কোন শাখা অফিসে ডাকযোগে/কুুরিয়ার সার্ভিসে/সরাসরি জমা দেয়া যাবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নাই।
আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই, ২০২২ খ্রি.
করতোয়া সবসময় আপডেট সব সার্কুলার প্রকাশ করে থাকে। আপনি করতোয়ার নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতে করে আমরা কোন তথ্য প্রকাশ করা মাত্র আপনার কাছে চলে যাবে।
আপনি ইমেইলেও আমাদের লিখা পড়তে পারেন। এজন্য আপনার ইমেইল সাবস্ক্রিপশন করুন। এতে আপনাকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না, আপনি আপনার ইমেইলে পুরো লিখাটি পড়তে পারবেন।
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তর-এ ৭৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।