সাকিব আল হাসান এক প্রান্ত থেকে ভালোই বোলিং করছিলেন। সাকিব আল হাসানকে বলা হচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে, এনামুল হকও ভালোই খেলছিলেন। এনামুল হক ছিলেন প্রাইম ব্যাংকের আন্ডারে।
রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বলে নিজের জায়গায় চিরাগ জানি ও অন্য প্রান্ত থেকে আল আমিন হোসেনকে বোলিংয়ে আনার পরামর্শ দেন সাকিব যখন ইনিংসের ২৭তম ওভার চলছিল।
সাকিবের পরামর্শ অনেকটা কাজে লেগেছিল। আল আমিনের করা বলে ২৯তম ওভারের প্রথম বলেই কট বিহাইন্ড হলেন এনামুল।
৭৩ রানের ইনিংসে মাত্র ৯১ বলে ৬টি চার ও মাত্র ১টি ছক্কা মেরেছেন। ড্রেসিংরুমে ফেরার পথে এনামুলের চোখে মুখে হতাশার ছাপ দেখা গেছে। তিনি বিকেএসপির চার নম্বর মাঠের ড্রেসিং রুমে তখন যাচ্ছিলেন। আউট হয়ে যাওয়াটা তিনি মেনে নিতে পারছিলেন না। মোট ৩৩ ওভারের ম্যাচের তখনো ৫টি ওভার আরো বাকি ছিল।
কিন্তু করার কিছুই ছিলো না আগেই আউট হয়ে যাওয়ার কারণে। শেষ পর্যন্ত খেলাটা খেলতে পারলে দলের জন্য আরও কিছু রান সংগ্রহ করা যেত। নিজের ব্যক্তিগত রেকর্ড হয়তো অনেক ভালো হতো।
যদিও এনামুল আউট হয়ে গিয়েছেন কিন্তু আউট হওয়ার আগে আগেই একটি রেকর্ড গড়ে ফেলেছেন। রেকর্ডটি হলো ঢাকা প্রিমিয়ার লিগ এর এক আসরে সর্বোচ্চ রানের। ইতিপূর্বে ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ রান করেছিলেন সাইফ হাসান।
তিনি ২০১৮-১৯ মৌসুমে মোট ৮১৪ রান করেছিলেন। কিন্তু রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে আজ ১০ রান করেই আউট হয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন এনামুল। সত্যিই অবাক লাগছে আপনাদের, তাইনা!
বর্তমানে যে প্রিমিয়ার লিগ চলছে সেখানে এনামুলের জন্য এটি নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস বলা চলে। তিনি সব মিলে ১২ ইনিংসে দুই শতক ও সাত অর্ধশতকে ৮৭৮ রান করেছেন।
সামনে আরও তিনটি ম্যাচ তার (এনামুল) জন্য অপেক্ষা করছে। তিনি লিস্ট “এ” স্বীকৃতির পর অবশ্যই প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করার মাইলফলক ছুঁতেই পারেন। এ আশাবাদ সবার। আর সব মিলিয়ে এনামুল বর্তমানে অনেকটা ছন্দে আছেন।
আরও পড়ুন: চেন্নাই সুপার কিংস এর বর্তমানে এ কি বেহাল দশা!
চলুন ক্রিকেটার এনামুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই:
এনামুল হক জন্মগ্রহণ করেছেন ১৬ই ডিসেম্বর, ১৯৯২ সালে। তিনি একজন বাংলাদেশী ক্রিকেটার, উইকেট রক্ষক এবং ডানহাতি ব্যাটসমান।
তার ওডিআই অভিষেক হয় ২০১২ সালের ৩০শে নভেম্বর ২০১২-১৩ মৌসুমের ওয়েস্ট-ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের মাধ্যমে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক তিনি ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পূর্ণ করেছেন।