বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত মাস্টার অব পাবলিক হেল্থ প্রোগ্রামে ২০২২ শিক্ষাবর্ষে (৫ম ব্যাচে) ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন-এ OSAPSNEW-এর মাধ্যমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
১. হেল্থ সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স/স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রীধারী।
২. ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট, ব্যাচেলর অব নার্সিং, ফিজিওথেরাপি এবং ৩ অথবা ৪ বছর মেয়াদী সমাজবিজ্ঞান বিষয়ক স্নাতকে ন্যূনতম ২য় শ্রেণীতে উত্তীর্ণ/জিপিএ ২.৫ বা তদুর্ধ্ব।
৩. প্রোগ্রাম সম্পন্নের জন্য অবশ্যই ইংরেজী ও কম্পিউটারে দক্ষ হতে হবে।
প্রতি শুক্রবার ব্লেন্ডেড মুডে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য Admit Card ডাউনলোড (মনোনীত প্রার্থী তালিকায় নাম থাকা সাপেক্ষে) প্রক্রিয়া নিম্নরূপ:
ক. অনলাইনে ১৩/০৬/২০২২ তারিখ থেকে Admit Card ডাউনলোড করা যাবে।
খ. osapsnew.bou.ac.bd তে User ID and Password দিয়ে লগইন করে Admit Card পাবেন।
গ. Download/Print বাটনে ক্লিক করে আপনার Admit Card টি A4 সাইজ অফসেট কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করুন। Applicant’s Signature এর স্থানে স্বাক্ষর করে প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখুন। প্রবেশপত্র প্রদর্শন ব্যতীত কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় উপস্থিত দেখানো যাবে না।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
ক. আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ: ২৫/০৪/২০২২ থেকে ০৯/০৬/২০২২ তারিখ পর্যন্ত।
খ. মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ১৩/০৬/২০২২
গ. ভর্তি পরীক্ষার (লিখিত) তারিখ ও সময়: ১৭/০৬/২০২২ তারিখ সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা।
ঘ. ভর্তি পরীক্ষার (লিখিত) স্থান: প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
ঙ. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত তালিকা প্রকাশ: ২৭/০৬/২০২২
চ. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ০৪/০৭/২০২২
ছ. মেধা তালিকা থেকে ভর্তি: ০৬/০৭/২০২২ থেকে ২৮/০৭/২০২২ তারিখ পর্যন্ত।
জ. অপেক্ষমান তালিকা থেকে ভর্তি: ৩১/০৭/২০২২ থেকে ০৩/০৮/২০২২ তারিখ পর্যন্ত।
ঝ. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ০৫/০৮/২০২২ তারিখ থেকে।
স্টাডি কেন্দ্রসমূহ:
১. বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৫।
২. শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল।
৩. ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স, শেওড়া পাড়া, ঢাকা।
৪. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, মিরপুর, ঢাকা।
৫. সেন্টার ফর মেডিক্যাল আলট্রাসাউন্ড এন্ড ডপলার।
৬. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
৭. চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।
৮. সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ।
৯. টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড টেকনোলজি, বগুড়া।
১০. ইউনিভার্সেল মেডিকেল কলেজ, মহাখালী, ঢাকা।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর।
ভর্তি পরীক্ষার বিষয়স, নম্বর বিভাজন ও পদ্ধতি:
স্বাস্থ্য বিষয়ক (৩০), পুষ্টি ও মাতৃস্বাস্থ্য (৩০), এপিডেমিওলজি ও পরিসংখ্যান (৩০), বাংলা ও ইংরেজী লিখন দক্ষতা (১০) সহ মোট ১০০ নম্বরের MCQ ও বর্ণনামূলক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল হতে মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচিত করা হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর এ ভর্তি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেখে নিন। বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
সূত্র: বাংলাদেশ উন্মু্ক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
করতোয়া সবসময়ই আপডেট সব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আপনি করতোয়ার নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। এতে করে আমরা পোস্ট পাবলিশ করা মাত্রই আপনার কাছে চলে যাবে।
আরও পড়ুন: ডিগ্রী (পাস) ফাইনাল পরীক্ষার সনদ পত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের ভর্তির এই বিজ্ঞপ্তিটির মতো আরো সব বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথেই থাকুন। তথ্যটি অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।