মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং- ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় “বেসরকারী উন্নয়ন সংস্থা” – “উদ্দীপন”-এ নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
০১. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ কর্মসূচী
পদ সংখ্যা: ১০৫ জন
মাসিক বেতন: ২৬,৭৪০ টাকা (লেভেল: ৬ষ্ঠ)
প্রতি মাসে মোটর সাইকেল ভাতা ২১০০/- টাকা, দায়িত্বভার ভাতা ৪৫০/- টাকা এবং মোবাইল বিল ৫০০/- টাকার সুবিধা রয়েছে।
প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে “সঞ্চয় ও ঋণ কার্যক্রমে” শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
২. পদের নাম: ফার্ষ্ট প্রোগ্রাম অফিসার (এফপিও) ও শাখা হিসাব রক্ষক (অর্থ ও হিসাব)
পদ সংখ্যা: ৫০ জন
মাসিক বেতন: ২৩,৩৭৯ টাকা (লেভেল ৪র্থ)
প্রার্থীকে স্নাতক (বাণিজ্য) পাশ এবং বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক বিষয়সমূহ:
ক. উপরে বর্ণিত মাসিক বেতন এবং অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ-সুবিধাদি যেমন- কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্য হবেন।
খ. কর্মস্থল: উদ্দীপনের কর্ম এলাকা বাংলাদেশের যেকোন জেলা/পৌরসভা/উপজেলা/ইউনিয়ন/গ্রাম।
গ. সংস্থার প্রয়োজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল/টেলিফোন/যোগাযোগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
ঘ. আবেদনপত্রের সাথে উদ্দীপন এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পোষ্টাল অর্ডার/ডিডি (অফেরৎযোগ্য জমা দিতে হবে।
ঙ. আবেদনকারীকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখসহ আগামী ১৬/০৫/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হোসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ী নং-০৯, রোড নং- ০১, ব্লক- এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চ. যোগ্য নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
ছ. শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে বিজ্ঞপ্তিটি জুম করে পড়তে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন।
সূত্র: দৈনিক বাংলাদেশ এবং প্রথম আলো, ২২ এপ্রিল, ২০২২ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ১৬ মে, ২০২২ খ্রি.