সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা আজ (১০ জুলাই, ২০২২) উদযাপিত হচ্ছে।
পবিত্র ঈদ-উল-আযহা ইসলামী ক্যালেন্ডারের জিলহজ্জ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। কারণ হজরত ইব্রাহিম (আঃ) এই দিনে, প্রায় ৪৫০০ বছর আগে, তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আঃ)-কে কোরবানির প্রস্তাব দিয়েছিলেন।
তখন তার পুত্র হযরত ইসমাইল (আঃ) স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহকে খুশি করার জন্য তার পিতার ইচ্ছাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
কিন্তু সর্বশক্তিমান আল্লাহতায়ালা তাঁর রহমতে হজরত ইসমাইল (আঃ)-কে রেহাই দিয়েছিলেন এবং তার পরিবর্তে একটি মেষ কোরবানির জন্য পাঠিয়েছিলেন।
ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে সারাদেশে মুসলমানরা জামাতে নামাজ আদায় করছেন এবং সর্বশক্তিমান আল্লাহর নামে পশু কোরবানি করছেন।
তারা দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকার হাইকোর্ট ভবন সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বিরতির পর এ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ভোরবেলা থেকেই সেখানে মানুষের যাতায়াত লক্ষ্য করা গেছে।
সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদের জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, ঈদুল আজহার নামাজ আদায়ের সুবিধার্থে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ইতোমধ্যে পর্যাপ্ত পানি সরবরাহ ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৮টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হলে সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে জামাতে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-মসজিদুল জামিয়া-তে সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়ক, নৌপথ ও ট্রেন রুটে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলা হয়েছে।
সরকারিভাবে পরিচালিত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি অন্যান্য টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
এদিন সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা, সেফ হোম ও আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
গত ৭ জুলাই নামাজের সময় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ আটটি নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে সরকার।
সরকারের তরফ থেকে বার বার বলা হয়েছে যে, পশু কোরবানির পরে বর্জ নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সরকার পদত্যাগ করলে দেশটির জনগণের ভাগ্যে যা ঘটবে।