বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন দাবি করেছেন যে, আজ (৫ নভেম্বর, ২০২২) সকালে বরিশাল নগরীতে দলের বিভাগীয় সমাবেশস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় নয়জন আহত হয়েছেন।
বিএনপির ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতা ইশরাকও অক্ষত ছিলেন এবং সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। হামলার সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।
ইশরাক জানান, সকালে গৌরনদী উপজেলার মাহিলারা বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলটিতে হামলা চালায়।
হামলায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক ও মামুন ভূইয়াসহ বিএনপির নয় নেতাকর্মী আহত হয়েছেন।
ইশরাক আরও জানান, বরিশাল যাওয়ার পথে তারা বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আজ সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বহনকারী গাড়িটিকে ৫০-৬০ জন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়।
পরে তারা তাকে ঢাকায় ফিরিয়ে নিতে বাধ্য করে বলে জানান তিনি।
আরও পড়ুন: রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু – প্রধান সড়কে উপচে পড়া ভিড়।