ইলন মাস্ক যিনি বিশ্বের শীর্ষ ধনী এবং প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনা থেকে সরে এসেছেন।
তিনি টুইটারের কাছে টুইটারে থাকা ভুয়া অ্যাকাউন্টস এর সংখ্যা জানতে চেয়েছিলেন। কিন্তু টুইটার থেকে কোনো সদুত্তর তাকে দেয়া হয়নি।
বরং টুইটার এর পক্ষ থেকে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হয়েছে। আর তাই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানটি কেনার চুক্তি থেকে একদম সরে দাড়িয়েছেন ইলন মাস্ক।
এই প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে এনডিটিভি অনলাইনের এক বিশেষ প্রতিবেদনে। অনেকেই বলছেন যে, তিনি অন্য কোনো কারণে হয়তো এমনটা করছেন কিন্তু এখন পর্যন্ত টুইটারের বিভ্রান্তিমূলক তথ্যের কারণ ছাড়া আর কোনো খবর পাওয়া যায়নি।
ইলন মাস্ক মূলত গত এপ্রিল (২০২২) মাসে টুইটার কেনার চুক্তি করেছিলেন। বিশ্বে এটা নিয়ে সরগরম খবর ছাপা হয়েছিল।
কিন্তু বর্তমানে সেই চুক্তি বাতিল করায় ব্রেকআপ ফিসহ অন্যান্য নানা ধরণের ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন তিনি এবং অন্তত এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ আবেদন করবেন।
অন্যদিকে, টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর বলেছেন যে, ইলন মাস্কের চুক্তি কার্যকর করার জন্য প্রয়োজনে টুইটারের বোর্ড কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেবে।

ইলন মাস্ক যখন টুইটার কেনার প্রস্তাব করেন তখন শর্ত হিসেবে থাকে যে, যদি কোনো কারণে টুইটার কেনা থেকে সরে আসে ইলন মাস্ক বা লেনদেন সম্পূর্ণ না করে তবে টুইটার কর্তৃপক্ষকে এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
জেনে রাখা ভালো, তিনি মূলত মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কর্পোরেশনের প্রধান নির্বাহী ও স্পেসএক্সের প্রধান।
গত মাসে তিনি চিঠি দিয়ে টুইটার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে, তিনি টুইটার কেনা থেকে সরে আসবেন।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টস সম্পর্কে টুইটার কর্তৃপক্ষ তাকে যথেষ্ট তথ্য দেয়নি।
তিনি আরও হুমকি দিয়েছিলেন যে, তার শর্ত পূরণ না হলে তিনি আর সামনের দিকে এগোবেন না। টুইটার ব্যবহারকারীদের তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েও তিনি নানা রকম বাধার সম্মুখ্যীন হয়েছিলেন বলে জানান।
ঐ সময় তিনি আরও হুমকি দেন যে, টুইটার কেনার জন্য যে টাকার কথা তিনি বলেছিলেন প্রকৃতপক্ষে সেটাও দেবেন না।
বিবিসির খবরে বলা হয়েছিল, টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই অনেকটা গুঞ্জন শুরু হয়েছিল যে, তিনি পুরো টুইটার হয়তো কিনে নেবেন।
The Twitter Board is committed to closing the transaction on the price and terms agreed upon with Mr. Musk and plans to pursue legal action to enforce the merger agreement. We are confident we will prevail in the Delaware Court of Chancery.
— Bret Taylor (@btaylor) July 8, 2022
সেসময় ইলন মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনে নিতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন।
এ বিষয় নিয়ে একাধিকবার ইলন মাস্কের সাথে টুইটারের পরিচালনা পর্ষদের বৈঠক হয়েছিল। প্রথমদিকে টুইটার পরিচালনা পর্ষদ ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে আবার একাগ্রতা প্রকাশ করেছিল।
আর টুইটার বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে দাড়িয়েছে ৫০.৬২ ডলার। কিন্তু ইলন মাস্ক প্রতি শেয়ারে দিতে চেয়েছিলেন ৫৪.২০ ডলার।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ।