আরডিআরএস বাংলাদেশ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় (এমআরএ নিবন্ধন নম্বর: ০০১৪৩-১৭৫-০০১৯২) পিকেএসএফ এর অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ‘কারিগরী কর্মকর্তা’ ও ‘সহকারী কারিগরী কর্মকর্তা’ পদে এবং একই সাথে আরডিআরএস বাংলাদেশ এর অর্থায়নে ‘ক্ষুদ্র ঋণ সংগঠক’ পদে লোক নিয়োগ ও প্যানেল তৈরীর জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: কারিগরী কর্মকর্তা (কৃষি/প্রাণিসম্পদ/মৎস্য)
শিক্ষাগত যোগ্যতা: কৃষি/পশুপালন/ডিভিএম/ফিশারিজ-এ ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীর জন্য বেতন প্রতি মাসে সর্বসাকুল্যে ৩৮,০০০ টাকা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর জন্য ৪২,০০০ টাকা। এছাড়া, প্রতিষ্ঠানের নিয়ম ও প্রকল্পের বাজেট অনুযায়ী উৎসব ও অন্যান্য ভাতা প্রযোজ্য হবে।
২. পদের নাম: সহকারী কারিগরী কর্মকর্তা (কৃষি/প্রাণিসম্পদ/মৎস্য)
শিক্ষাগত যোগ্যতা: কৃষি/মৎস্য/পশুপালন বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। প্রাণিসম্পদ পালন কার্যক্রমে কমপক্ষে ২ বছরের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অথবা মাছ চাষ ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ/মাছ চাষ কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতি মাসে সর্বসাকুল্যে ২২,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম ও প্রকল্পের বাজেট অনুযায়ী উৎসব ও অন্যান্য ভাতা প্রযোজ্য হবে।
৩. পদের নাম: ক্ষুদ্রঋণ সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ। কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: শিক্ষানবিশকালে প্রতি মাসে সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা। ৬ মাসের শিক্ষানবিশকাল শেষে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে (গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, মোবাইল বিলসহ চাকুরি নিশ্চিতকরণের পর সংস্থার এইচআর ম্যানুয়াল অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধাদি প্রদান করা হবে।)
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ২০,০০০ টাকা জামানত (সিকিউরিটি মানি) দিতে হবে; তবে চাকুরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানির ২৫% জমা দিতে হবে এবং অবশিষ্ট ৭৫% পরবর্তীতে ১০ মাসের মধ্যে সমান ১০ কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে যা নির্ধারিত সময় পরে সুদসহ ফেরত দেয়া হবে।
মনে রাখুন বিশেষভাবে- ক্ষুদ্রঋণ সংগঠক পদে গত ৭ জুলাই ২০২২ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
আবেদন করার শর্তাবলী: প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র মানবসম্পদ সমন্বয়কারী, আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
সকল ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। আরডিআরএস যৌন শোষণ, অপব্যবহার ও হয়রানি মুক্ত একটি নিরাপদ এবং পরিবেশবান্ধব কর্ম পরিবেশ সৃৃষ্টি ও বজায় রাখতে সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.bdjobs.com অথবা আরডিআরএস বাংলাদেশ এর ওয়েবসাইট www.rdrsbangladesh.org.
কেবলমাত্র ডাক বিভাগ অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। অনলাইনে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
খামের উপর পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে লিখতে হবে। কারিগরী কর্মকর্তা বা সহকারী কারিগরী কর্মকর্তা পদের আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো ১৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. এবং ক্ষুদ্রঋণ সংগঠক পদে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
নিচে বিজ্ঞপ্তিটি দেওয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: প্রথম আলো
আবেদন করার শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
আরও পড়ুন: গাক এনজিও-তে ৬৯৫ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২