ট্রিপল আর মুভি অর্থাৎ আরআরআর – ইনকামের দিক থেকে ঝড় বইয়ে দিচ্ছে। বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে এই মুভিটি। এস এস রাজামৌলি পরিচালিত “বাহুবলি” সিরিজ সিনেমার মতো এই “আরআরআর” মুভিটিও দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে।
এই সিনেমাটি ভারতের বাজার ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে। ব্যাপক সাফল্য পেয়েছে। গত মাসের ২৫ তারিখে মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই যাচ্ছে। নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছে মুভিটি।
জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত ছবিটি বক্স অফিসে প্রতিনিয়তই দারুণ পারফর্ম করে চলেছে। মুক্তি পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় মুভিটি ৯০০ কোটি রুপি আয়ের গণ্ডি পার করেছে। ভারতে ৫ম ছবি হিসেবে নজর কাড়ছে আরআরআর। অন্যদিকে, হিন্দি বলয়েও দারুণ আয় করছে ছবিটি। সব মিলে বলা চলে আরআরআর চমক দেখাচ্ছে সারা ভারতে।
ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান এক টুইটার বার্তায় জানান, এই ছবির সবগুলো ভার্সন অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সব মিলে রবিবার পর্যন্ত ৮২.৪০ কোটি আয় করেছে। আর সব মিলিয়ে বক্স অফিসে এখন পর্যন্ত ৯০১.৪৭ কোটির বেশি টিকেট বিক্রি হয়েছে যা রাজামৌলির ছবির জন্য সত্যিই অভাবনীয়।
আর এই ছবির পরিসংখ্যান এরই মধ্যে আমির খানের পিকে ছবিকে পেছনে ফেলেছে। ভারতের সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘সিক্রেট সুপারস্টার’ (৯৬৬ দশমিক ৮৬ কোটি টাকা), সালমানের বজরঙ্গি ভাইজান (৯৬৯ দশমিক ৬ কোটি টাকা), রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লিউশন (১৮১০ কোটি টাকা) এবং মিস্টার পারফেকশানিস্টেরই ‘দঙ্গল’ (২ দশমিক ২৪ কোটি টাকা)। আর সবগুলো ছবিকেই পেছনে ফেলেছে আরআরআর।
এদিকে বক্স অফিস বিশেষজ্ঞরা বলেছেন যে, খুব তাড়াতাড়িই আরআরআর ছবিটি সিক্রেট সুপারস্টার ও বজরঙ্গি ভাইজান ছবিটিকে হারিয়ে আয়ের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় ছবির খেতাব পাবে। কিন্তু দঙ্গল ও বাহুবলী-২ কে হয়তো হারানো সম্ভব হবে না।
আরও পড়ুন: আই লাভ ইউ বলার সহজ উপায় জেনে নিন।
রাজমৌলির এ ছবিটি মূলত একটি কাল্পনিক গল্পকে নিয়ে তৈরী হয়েছে। রাজা মৌলির এ ছবিতে অভিনয় করেছেন ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর)।
বলা বাহুল্য, দুই স্বাধীনতা সংগ্রামী মূলত ব্রিটিশ রাজ ও নিজামের বিরুদ্ধে লড়াই করেছেন। আর ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে আলিয়া ভাট ও অজয় দেবগাণের।