আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার (এস.ও) পদে নিয়োগ করা হবে।
১. পদের নাম: সেলস অফিসার (এস.ও)
দায়িত্ব ও কর্তব্য:
ক. রুট প্ল্যান অনুযায়ী কাজ করা;
খ. দোকানদারদের কাছে থেকে পণ্যের অর্ডার নেয়া;
গ. মাসিক সেলস রিপোর্ট তৈরী করা;
ঘ. মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ;
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে;
বয়স: ২২ থেকে ৩২ বছর (৩০/০৭/২০২২) পর্যন্ত;
FMCG (ভোগ্য পণ্য) বিশেষতঃ জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
লক্ষ্য করুন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে। ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে এবং উভয়ক্ষেত্রে পাশকৃত প্রার্থীদের কোম্পানীর নিয়ম অনুযায়ী বাংলাদেশের যেকোন স্থানে পোস্টিং দেয়া হবে। এ সময় কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আকিজ ফুড এন্ড বেভারেজ – আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুলাই, ২০২২ খ্রি. তারিখের মধ্যে পূর্ণ জীবন-বৃত্তান্ত, প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবিসহ আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর মানবসম্পদ বিভাগ (আকিজ হাউজ, ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান লিফ রোড), তেজগাঁও, ঢাকা-১২০৮ এর ঠিকানায় ডাকযোগে আবেদন করতে হবে।
খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম এবং এড নং AD#03007 উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তি:
উৎস: দৈনিক বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই, ২০২২ খ্রি.)
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই, ২০২২ খ্রি.
করতোয়া সবসময়ই আপডেট সব সার্কুলার প্রকাশ করার চেষ্টা করে থাকে। হয়তো লোকবল সংকটের কারণে আমাদের পক্ষে তা পুরোপুরি করা সম্ভবপর হয়ে উঠে না। তবে আমরা চেষ্টা করছি।
আপনি করতোয়ার নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতে করে আমরা কোন তথ্য প্রকাশ করা মাত্রই আপনার কাছে চলে যাবে।
আপনি চাইলে ইমেইলে সাবস্ক্রিপশন চালু করে রাখতে পারেন। এতে আমাদের প্রকাশিত তথ্যগুলো পড়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। আপনি সরাসরি ইমেইলেই পড়তে পারবেন। তথ্যটি শেয়ার করার অনুরোধ রইলো।
আরও পড়ুন: এফএইচপি এনজিওতে ১৯০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।