আইআরডি (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ), অর্থ মন্ত্রণালয় এর রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ৫ ক্যাটাগরীর মোট ১৭টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩)
পদের সংখ্যা: ২টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
খ. সাঁট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দ;
গ. কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং
ঘ. কম্পিউটার Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৪টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী;
খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitued Test এ উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: ক্যাশিয়ার (গ্রেড ১৭)
পদের সংখ্যা: ১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী;
খ. কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
গ. কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: ক্যাশ সরকার (গ্রেড ১৭)
পদের সংখ্যা: ১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
খ. কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
গ. কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৯টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আইআরডি কর্তৃক শর্তাবলী:
১. আবেদনকারীর বয়স ০১/০৪/২০২২ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে, শুধুমাত্র মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে।
৪. লিখিত পরীক্ষায় এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফরম এর প্রিন্ট কপি এবং আরো প্রয়োজনীয় কাগজ-পত্রাদি (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) দাখিল করতে হবে।
৫. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৬. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।
৭. এ নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন পরিবর্তন/সংশোধন (যদি থাকে) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে (www.ird.gov.bd)-তে পাওয়া যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো কিছু তথ্য রয়েছে। বিজ্ঞপ্তিতে সেসব তথ্য খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। অনুগ্রহ করে যাবতীয় তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন।
বিজ্ঞপ্তিটির ডাউনলোড লিংক পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। আপনি ডাউনলোড করে নিন এবং তারপর মনোযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া পড়ুন:
পিডিএফ আকারে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন |
আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। তার জন্য একটি আলাদা ওয়েবসাইট রয়েছে। নিচের বাটনে সেই ওয়েবসাইটের লিংক দেওয়া হলো। আপনি সেখানে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
করতোয়া সবসময় আপডেট সব চাকরির সার্কুলার প্রকাশ করার চেষ্টা করে যেমনটা আইআরডি (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি করতোয়ার নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে পোস্ট পাবলিশ করা মাত্রই আপনার কাছে চলে যাবে। অন্যদের সুবিধার্থে পোস্টটি শেয়ার করুন।
আরও পড়ুন: আইসিবি (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ)-তে নিয়োগ।