ঢাকার মোহাম্মদপুরে অর্ধগলিত দুটি পা (মানুষের) পাওয়া গেছে। পাটের বস্তা থেকে এ দুটি পা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার সময় উপস্থিত ছিল পুলিশ।
শনিবার বিকেলে পা দুটি উদ্ধারের পরে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ ওগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মোহাম্মাদপুর থানা – পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌফিক আহমেদ সংবাদ মাধ্যমগুলোকে জানান, বিকেলে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি কালভার্টের কাছে পাটের বস্তায় মানুষ মরে আছে এমন খবর পান।
তারপর সেখানে গিয়ে মানুষের অর্ধগলিত দুটি পা দেখতে পান তিনি। তারপর বস্তার ভেতর থেকে মানুষের অর্ধগলিত পা দুটি উদ্ধার করেন।
অন্যদিকে, এসআই তৌফিক বলেছেন, খুনের বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। আশা করা যায়, খুব শীঘ্রই এ ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের বের করা হবে।
আরও পড়ুন: বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু – আহত অনেক