জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) বা অনার্স ১ম বর্ষ এর ভর্তির কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ৯ জুন, ২০২২ খ্রি. তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১ জুন, ২০২২ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই, ২০২২ খ্রি. তারিখ থেকে শুরু হবে।
এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।
অনার্স ১ম বর্ষ ভর্তির সাধারন যোগ্যতা:
১. বাংলাদেশে স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২. বাংলাদেশে স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
৩. বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনুচ্ছেদ ১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
অনার্স ১ম বর্ষ – আবেদনের সময়সূচি:
ক. অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ২২/০৫/২০২২ থেকে ০৯/০৬/২০২২ পর্যন্ত।
খ. আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে) জমা দেয়ার তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১১/০৬/২০২২ পর্যন্ত।
গ. কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১২/০৬/২০২২ পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়:
আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Honours Tab এ গিয়ে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, পাসের সন ও একটি নিবন্ধিত মোবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে উক্ত শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে।
অনার্স ১ম বর্ষ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আপনাকে আরও অনেক তথ্য জানতে হবে। সব তথ্য বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।
বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। পিডিএফ আকারে ডাউনলোড করতে চাইলে বিজ্ঞপ্তিটির নিচে চোখ রাখুন।
উৎস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
অনার্স ১ম বর্ষ তে ভর্তির জন্য প্রয়োজনীয় অফিসিয়াল লিঙ্কগুলো নিচে শেয়ার করা হলো। আপনি আপনার কাঙ্খিত বাটনটি খুঁজে নিন।
Apply Now বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন।
Apply Now |
পিডিএফ আকারে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চাইলে নিচের ‘পিডিএফ চাই’ বাটনে ক্লিক করুন।
পিডিএফ চাই |
করতোয়া সবসময় সবার আগে সব ধরণের তথ্য প্রকাশ করার চেষ্টা করে। আপনি করতোয়ার নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। তাহলে আমরা কোন তথ্য প্রকাশ করা মাত্রই তা আপনার কাছে পৌছে যাবে।
আরও পড়ুন: কোচিং না করেও বিসিএস সম্ভব – অনুপ্রেরণার বাস্তব গল্প।