সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষার ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার আবেদন ফরম নিশ্চয়ণ, বিবরণী ফরম পূরণ, জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
১. আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণ শুরু ও শেষ তারিখ: ১০/০৫/২০২২ খ্রি. মঙ্গলবার থেকে ০৪/০৬/২০২২ খ্রি. পর্যন্ত।
২. ডাটা এন্ট্রির শেষ তারিখ: ০৫/০৬/২০২২ খ্রি. রবিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
৩. সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার শুরু ও শেষ তারিখ: ০৬/০৬/২০২২ খ্রি. তারিখ সোমবার সকাল ১০.০০ টা থেকে ০৭/০৬/২০২২ খ্রি. মঙ্গলবার বিকাল ৪.০০ টা পর্যন্ত।
৪. বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ: ০৮/০৬/২০২২ খ্রি. বুধবার পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের অবহিত করতে হবে। ফরম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের কোন প্রকার সুযোগ নাই।
৫. আবেদন ফরম সংগ্রহ করবেন যেভাবে: আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info/honours প্রিন্ট করে অথবা প্রিন্টকৃত কপি থেকে ফটোকপি করে নিতে পারবেন। পরীক্ষার্থী নিজে আবেদন ফরম পূরণ করার পর নির্ধারিত ফিসহ স্ব-স্ব বিভাগে জমা দিবে। আবেদন ফরমে বিষয়কোড ও ফি অবশ্যই উল্লেখ থাকবে।
আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে লাগিয়ে এবং এক কপি ছবি ফরমের সাথে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
৬. পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী (গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য): ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থী ন্যূনতম তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়েছে কিন্তু এক বা একাধিক পত্রে F গ্রেড প্রাপ্ত রয়েছে অথবা কোন একটি পত্রে অনুপস্থিত রয়েছে কেবল মাত্র সে সকল কোর্সে শেষবারের মতো ২০১৯ সালের অনার্স তৃতীয় (বিশেষ) পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
৭. ফি জমাদানের পদ্ধতি: ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষ (বিশেষ) পরীক্ষার্থীদের ফি ডিজাইনকৃত নির্ধারিত বিশেষ ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.infor/honours থেকে ডাউনলোড করে “সোনালী সেবা” এর মাধ্যমে ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে।
৮. পরীক্ষা পরিচালনা নিয়মাবলী: কেন্দ্র ফি বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ও দ্রব্যাদি গ্রহণ করার প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি হতে নির্বাহ করতে হবে।
কেন্দ্র ফি ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা দ্বারা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।
৯. ফলাফল: পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।
১০. অন্যান্য তথ্য: পরীক্ষার সময়সূচী ও অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours এবং www.nu.ac.bd থেকে জানা যাবে। চিঠি বা অন্য কোন মারফত কোন তথ্য বা বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না। প্রতিদিন উল্লিখিত ওয়েবসাইট সকাল ও বিকালে অন্তত ২ বার চেক করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
[button color=”purple ” size=”medium” link=”https://drive.google.com/file/d/1O01jDY8i82Hl7SCMGaPl4_rLiejsUhu1/view?usp=sharing” icon=”” target=”true”]পিডিএফ আকারে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখানে[/button]
আরও পড়ুন: স্ট্রোক বাথরুমে বেশি হয় কেন?