জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স ১ম বর্ষ-২০১৯ গ্রেড উন্নয়ন পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ফরম পূরণ কার্যক্রম অনলাইনে ১০/০৫/২০২২ খ্রি. তারিখ হতে শুরু হবে। আপনাদের সুবিধার্থে নিচে সমস্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো:
১. পরীক্ষার্থীদের ফি এর বিবরণ:
ক. তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র) – ২৫০ টাকা
খ. তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র) – ২০০ টাকা
গ. কেন্দ্র ফি তত্ত্বীয় (প্রতি পরীক্ষার্থী) কলেজে জমা হবে – ৪৫০ টাকা
ঘ. বিশেষ অন্তর্ভূক্তি ফি প্রতি শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ে জমা হবে) – ৩০০ টাকা
ঙ. মোট সর্বনিম্ন ফি – ১৫০০ টাকা।
২. আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ: আবেদন শুরু হবে ১০/০৫/২০২২ খ্রি. (মঙ্গলবার) তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ০৪/০৬/২০২২ খ্রি. (শনিবার) তারিখে।
৩. ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ০৫/০৬/২০২২ রবিবার রাত ১১.৫৯ মি. পর্যন্ত।
৪. সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ: শুরু হবে ০৬/০৬/২০২২ খ্রি. (সোমবার) সকাল ১০.০০ টা থেকে এবং শেষ হবে ০৭/০৬/২০২২ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪.০০ টা পর্যন্ত।
৫. বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদানের শেষ তারিখ: ০৮/০৬/২০২২ খ্রি. (বুধবার)।
বিশেষ দ্রষ্টব্য: কোনো অবস্থাতেই ফরম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের কোনো প্রকার সুযোগ নাই।
আবেদন ফরম সংগ্রহ করবেন যেভাবে:
অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours থেকে প্রিন্ট করে নিয়ে অথবা প্রিন্টকৃত কপি থেকে ফটোকপি করে নিতে পারবেন। পরীক্ষার্থী নিজে আবেদন ফরম পূরণ করার পর নির্ধারিত ফিসহ স্ব স্ব বিভাগে জমা দিবে।
[button color=”green” size=”medium” link=”www.nubd.info/honours” icon=”” target=”true”]আবেদন ফরম পেতে ক্লিক করুন[/button]
২০১২-২০১৩ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে কিন্তু এক বা একাধিক তত্ত্বীয় কোর্সে F গ্রেড এবং অনুপস্থিত রয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থী শেষ বারের মত ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
পাঠ্য সূচি (অনার্স):
সকল বিষয়ের পরীক্ষা ৪ বছর মেয়াদী অনার্স কোর্সের পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী শেষ বারের মত অনুষ্ঠিত হবে। এ সিলেবাসে ভবিষ্যতে আর কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
অনার্স – ফি জমাদানের পদ্ধতি:
২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার সকল পরীক্ষার্থীর ফি ডিজাইনকৃত নির্ধারিত জমা ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours থেকে ডাউনলোড করে “সোনালী সেবা”-এর মাধ্যমে যেকোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
[button color=”green” size=”medium” link=”www.nubd.info/honours” icon=”” target=”true”]জমা ফরম ডাউনলোড করতে ক্লিক করুন[/button]
অথবা,
[button color=”green” size=”medium” link=”http://103.113.200.36/PAMS/Default.aspx” icon=”” target=”true”]পে স্লিপ ডাউনলোড করতে ক্লিক করুন[/button]
পরীক্ষা পরিচালনার নিয়মাবলী:
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি হবে ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা। এর মধ্যে কেন্দ্র পরীক্ষা পরিচালনার জন্য ৩০০/- (তিনশত) টাকা হারে প্রাপ্য হবে।
বাকি পরীক্ষার্থী ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে সংশ্লিষ্ট কলেজে ব্যবস্থাপনা ফি হিসেবে প্রাপ্য হবে। যা দ্বারা কেন্দ্রের যাবতীয় ব্যয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র, প্রশ্নপত্র সংগ্রহ, আনুষঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ ইত্যাদি) নির্বাহ করবে।
[button color=”green” size=”medium” link=”http://nubd.info/honours” icon=”” target=”true”]পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন[/button]
এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। পরীক্ষা সংক্রান্ত প্রধান বিষয়গুলো উপরে উল্লেখ করা হয়েছে। এর বাইরে আরো জানার থাকলে অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি দেখুন।
বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে এটি পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট